KKR vs RR: কেকেআরের সামনে 'সিংহাসন' দখলের লড়াই! এবার সবথেকে কঠিন 'যুদ্ধ' নাইটদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs RR: জয়ের ফেরার আনন্দ ও আত্মবিশ্বাস থাকলেও কেকেআরের সামনে এখন কঠিন লড়াই। কারণ মঙ্গলবারই এই মরশুমের সবথেকে কঠিন ম্যাচটা খেলতে নামবে মেন্টর গৌতম গম্ভীরের ছেলেরা।
advertisement
1/6

সিএসকের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে দারুণভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলা নববর্ষের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাটে-বলে দুরমুশ করে সহজ জয় পেয়েছে কেকেআর।
advertisement
2/6
জয়ের ফেরার আনন্দ ও আত্মবিশ্বাস থাকলেও কেকেআরের সামনে এখন কঠিন লড়াই। কারণ মঙ্গলবারই এই মরশুমের সবথেকে কঠিন ম্যাচটা খেলতে নামবে মেন্টর গৌতম গম্ভীরের ছেলেরা।
advertisement
3/6
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে পরপর পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। এলএসজিকে হারানোর পর মঙ্গলবার ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের।
advertisement
4/6
সিএসকের বিরুদ্ধে হারের আগে পর্যন্ত লিগ টেবিলে শীর্ষস্থান ছিল কেকেআরের। কিন্তু চেন্নাইতে হারের পর তা দখল করে নেয় রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে ফের 'সিংহাসন' দখলের সুযোগ নাইটদের।
advertisement
5/6
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ।
advertisement
6/6
ফলে রাজস্থানের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ফলে ঘরের মাঠে জিততে পারলেই ফের লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। তবে তা ধরে রাখতে হলে জয়ও পেতে হবে ধারাবাহিকভাবে।