KKR News: আরসিবির বিরুদ্ধে কেকেআর একাদশে বদল? থাকবে একাধিক চমক! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: আরসিবির বিরুদ্ধে ম্যাচে কেকেআরর প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। ইডেনের পিচ ও চিন্নাস্বামীর পিচের ধরণ আলাদা। বেঙ্গালুরুর মাঠে ছোট হওয়ায় হাইস্কোরিং ম্যাচ হয়ে থাকে।
advertisement
1/8

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে হাইস্কোরিং ম্যাচে ৪ রানে জেতে কেকেআর।
advertisement
2/8
প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বিধ্বংসী পারফরম্যান্স করেন আন্দ্রে রাসেল। এছাড়া ফিল সল্ট, রমনদীপ সিং, রিঙ্কু সিংরাও উল্লেখযোগ্য অবদান রাখেন ব্যাটিংয়ে। বোলিংয়ে নজর কাড়েন হর্ষিত রানা ও সুনীল নারিন।
advertisement
3/8
শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্য়াচ। অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। শুরু খেরেই পয়েন্ট তালিকায় ভাল জায়গায় থাকতে হলে অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট দরকার।
advertisement
4/8
আরসিবির বিরুদ্ধে ম্যাচে কেকেআরর প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। ইডেনের পিচ ও চিন্নাস্বামীর পিচের ধরণ আলাদা। বেঙ্গালুরুর মাঠে ছোট হওয়ায় হাইস্কোরিং ম্যাচ হয়ে থাকে।
advertisement
5/8
সেই পরিকল্পনা করেই প্রথম এগালো নামাতে চাইছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা। তবে প্রথম ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙতেও খুব একটা রাজি নয় কেকেআর টিম ম্যানেজমেন্ট।
advertisement
6/8
এক ঝলকে দেখে নিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিটেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- সূয়াশ শর্মা।
advertisement
7/8
অপরদিকে, সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারের পর ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরেছে আরসিবি। এবার কেকেআরের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাস ফাফ ডুপ্লেসি, বিরাচ কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা।
advertisement
8/8
আরসিবির সম্ভাব্য একাদশ: ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার,ক্যামেরন গ্রিন, গ্লেন ম্য়াক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহমম্মদ সিরাজ, যশ দয়াল, মায়াঙ্ক আগরওয়াল, আলজারি জোসেফ।