KKR vs PBKS: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Big Records Create In KKR vs PBKS Match In IPL 2024: শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
advertisement
1/6

শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
advertisement
2/6
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
advertisement
3/6
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।(Photo Courtesy- IPL X)
advertisement
4/6
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
advertisement
5/6
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
advertisement
6/6
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।