KKR vs MI: অভিষেক আগুন ঝরালেন অশ্বিনী কুমার! ১১৬ -তে অলআউট কেকেআর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs MI IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে তাসের ঘরের মত ধসে গেল কেকেআরের ব্যাটিংয়ের টপ অর্ডার। কিছুটা লড়াই করল রঘুবংশী ও রমনদীপ। ১১৬ রানে অলআউট হয়ে গেল কেকেআর।
advertisement
1/6

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে তাসের ঘরের মত ধসে গেল কেকেআরের ব্যাটিংয়ের টপ অর্ডার। কিছুটা লড়াই করল রঘুবংশী ও রমনদীপ। ১১৬ রানে অলআউট হয়ে গেল কেকেআর।
advertisement
2/6
এদিন টস জিতে ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। কিন্তু মুম্বইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে এমন হাল হবে কেকেআরের তা অনেকেই ভাবেনি।
advertisement
3/6
এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলতাতা নাইট রাইডার্স। রাজস্থান ম্যাচে জয়ের পর যে আশা জাগিয়েছিল কেকেআরের ব্যাটিং লাইন, তা এদিন পুরোপুরি ব্যর্থ হয়।
advertisement
4/6
সুনীল নারিন, কুইন্টন ডিকক, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মনীশ পাণ্ডেরা সকলেই ব্যর্থ। মুম্বইয়ের সামনে এদিন দাঁড়াতে পারেনি কেউ।
advertisement
5/6
কেকেআরের ব্যাটিংয়ে আংক্রিশ রঘুবংশী ২৬ ও রমনদীপ সিংয়ের ২২ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত কেকেআরকে। এছাড়া কোনও কেকেআর ব্যাটার ২০-র গন্ডি টপকাতে পারেনি।
advertisement
6/6
মুম্বই হয়ে নজর কাড়েন তরুণ পেসার অশ্বিনী কুমার। আইপিএল অভিষেকে ভারতীয় পেসার হিসেব ৪ উইকেট নিয়ে নজির গড়েন তিনি। ১৬.২ ওভারে অলআউট হয়ে যায় কেকেআর। মুম্বইয়ের টার্গেট ১১৭।