KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: ঘরের মাঠে ফিরতেই ফের অপ্রতিরোধ্য কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টসকে হেলায় হারিয়ে সহজ জয় পেয়েছে কেকেআর।
advertisement
1/6

ঘরের মাঠে ফিরতেই ফের অপ্রতিরোধ্য কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টসকে হেলায় হারিয়ে সহজ জয় পেয়েছে কেকেআর। আর নাইটদের জয়ে বড় ভূমিকা নিলেন ফিল সল্ট। (Photo Courtesy- KKR X)
advertisement
2/6
আইপিএল ২০২৪ নিলামেও ফিল সল্ট ছিলেন না কেকেআরের সদস্য। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম তুলে নেন। সেই জায়গায় ফিল সল্টকে দলে নেয় কেকেআর। (Photo Courtesy- KKR X)
advertisement
3/6
দলে নিলেও প্রথম দিকে তিনিই যে এবার কেকেআরের ওপেনিংয়ের দায়িত্বে থাকবে তাও নিশ্চিত ছিল না। প্রাথমিকভাবে ঠিক ছিল আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজই কেকেআরের হয়ে ইনিংস শুরু করবেন। (Photo Courtesy- KKR X)
advertisement
4/6
কিন্তু অনুশীলনে সল্টকে দেখে মনে ধরে যায় গৌতম গম্ভীরের। এছাড়া ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-২০-তে শতরান করেই আইপিএলে এসেছিলেন সল্ট। সূত্রের খবর, সবদিক বিচার করে গম্ভীরই ওপেনার হিসেনে সল্টকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। (Photo Courtesy- KKR X)
advertisement
5/6
আর সেই সল্টই এখন একার হাতে ম্যাচ জেতাচ্ছেন কেকেআরকে। সানরাইজার্সের বিরুদ্ধে অভিষেকেই হাফ সেঞ্চুরি করেছিলেন। মাঝে দুটি ম্যাচ খুব একটা ভাল যায়নি। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে খেললেন ম্যাচ উইনিং ইনিংস। (Photo Courtesy- KKR X)
advertisement
6/6
এলএসজির বিরুদ্ধে ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিল সল্ট। ১৪টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। একইসঙ্গে বুঝিয়ে দিলেন শুধু রাসেল, রিঙ্কু, নারিন নয়, কেকেআরের ম্যাচ উইনার তিনিও। (Photo Courtesy- KKR X)