KKR News: ভয়ে কাঁপবে সব দল! কেকেআর গড়ল এমন রেকর্ড যা এবার কারও নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 Kolkata Knight Riders scored the most runs in the power play: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে ম্যাচ জিতেছে কেকেআর। প্রথমে ব্যাট করে ২৭২ রানের রেকর্ড স্কোর করে নাইটরা। জবাবে দিল্লি অলআউট ১৬৬ রানে।
advertisement
1/6

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে ম্যাচ জিতেছে কেকেআর। প্রথমে ব্যাট করে ২৭২ রানের রেকর্ড স্কোর করে নাইটরা। জবাবে দিল্লি অলআউট ১৬৬ রানে।
advertisement
2/6
একইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এমন একটি রেকর্ড গড়ে ফেলল কলকাতা নাইট রাইডার্স যা এবারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও দলের নেই।
advertisement
3/6
দিল্লির বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করে ফিল সল্ট ও সুনীল নারিন। সল্ট ফিরলেও বিধ্বংসী ব্যাটিং জারি রাখেন নারিন।
advertisement
4/6
সল্টের পর এসে নারিনকে সঙ্গ দেন দিল্লি ম্যাচে কেকেআরের হয়ে অভিষেককারী আংক্রিশ রঘুবংশী। তিনিও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন।
advertisement
5/6
দিল্লির বিরুদ্ধে পাওয়ার প্লে ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৮৮ রান করে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে নারিন ও রঘুবংশী।
advertisement
6/6
আইপিএল ২০২৪-এ পাওয়ার প্লে-তে ৬ ওভারে ৮৮ রান কোনও দল করতে পারেনি। কেকেআরই সর্বোচ্চ। নারিন-সল্ট-রঘুবংশীর ব্যাটে রেকর্ড গড়ে ফেলল নাইটরা।