TRENDING:

KKR Transfer: কুইন্টন কার? নাটক চরমে, প্লেয়ারের বদলি নয়, সরাসরি টাকা দিয়ে কিনতে চায় কেকেআর

Last Updated:
KKR Transfer: লখনউ সুপার জায়ন্টস নিজেদের কুইন্টন ডি কককে ছেড়ে দিতে চায়৷ আর তাঁকে নিজেদের দলে নিয়ে যেতে চায় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ৷
advertisement
1/8
কুইন্টন কার? নাটক চরমে, প্লেয়ারের বদলি নয়, সরাসরি টাকা দিয়ে কিনতে চায় কেকেআর
: আইপিএল ২০২৪-র  ট্রান্সফার উইন্ডো এখন খোলা রয়েছে৷ আর এই মুহূর্তে সেই ট্রান্সফার উইন্ডোতে তোলপাড় করা যে খবর রয়েছে তা হল কুইন্টন ডি কক৷  ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি অকশন বা নিলাম৷ তার আগে এই ট্রান্সফার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে এলএসজি, কেকেআর এবং এসআরএইচ৷
advertisement
2/8
লখনউ সুপার জায়ন্টস নিজেদের কুইন্টন ডি কককে ছেড়ে দিতে চায়৷ আর তাঁকে নিজেদের দলে নিয়ে যেতে চায় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ৷ আর কেকেআর তার বদলে কোনও প্লেয়ারের সঙ্গে প্লেয়ার হিসেবে ট্রেড করতে চায় না৷ তারা একেবারে ক্যাশ টাকাতেও তুলে নিতে চায় তাঁকে৷
advertisement
3/8
এবারের আইপিএল ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে ১৩ ডিসেম্বর পর্যন্ত৷ আর ১৯ ডিসেম্বর আইপিএলের এবারের নিলাম শেষ হওয়ার পর ২০ তারিখ থেকে ফের খোলা হবে ট্রান্সফার উইন্ডো৷ পাশাপাশি সেটা চলবে নতুন মরশুমে আইপিএল শুরুর এক মাস আগে পর্যন্ত৷
advertisement
4/8
সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের টাকা হাতে রাখতে চায়৷ কারণ সামনেই নিলাম৷ তাই প্লেয়ার ট্রান্সফারের মধ্যে দিয়ে তারা দলে কিছু গোছাতে চায়৷ আগে শোনা গিয়েছিল ময়ঙ্ক আগরওয়াল কেকেআরের নেতৃত্ব দিতে পারেন৷ এদিকে এখন শোনা যাচ্ছে ময়ঙ্ক নাকি লখনউ সুপার জায়ন্টসের দিকে পা বাড়িয়ে রেখেছেন৷  এদিকে এলএসজি নাকি নিজেদের কুইন্টন ডি কককে বিক্রি করতে চায়৷
advertisement
5/8
একটা সত্যি যা হল কেকেআরের উইকেটকিপার ব্যাটসম্যান খুঁজছে৷ আর এই অবস্থায় কুইন্টন ডি ককের দল বদল এই মুহূর্তে বাজারের সবচেয়ে বড় খবর৷ ভেঙ্কটেশ আইয়ার বা সূয়াশ শর্মাকে কেকেআর আবার নাকি এসআরএইচে বিক্রি করে দিতে পারে৷
advertisement
6/8
আইপিএল ২০২৪ নিলামের আগে কেকেআর, এলএসএইচ, এসআরএইচ একটা দলবদল  নিয়ে সিরিয়াস কথাবার্তা চালাচ্ছে৷ কিন্তু মায়াঙ্ককে কিনতে এই মুহূর্তে এসআরএইচ আদৌ নতুন করে ফান্ড বার করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন৷ দেবদত্ত পাডিক্কালকে তাঁরা ইতিমধ্যেই নিয়েছে৷ তাঁদের কাছে কেএল রাহুলও রয়েছে ওপেনার স্লটের জন্য৷
advertisement
7/8
কেকেআরের এই মুহূর্তে দুটি বিদেশি ওপেনার রয়েছে৷ তারপরেও তাঁরা দক্ষিণ আফ্রিকার এই ওপেনারকে চাইছে৷ অন্যদিকে তারা একজন ভাল উইকেটকিপারও চাইছে৷ যদি কেকেআর ডি কককে নেয় তাহলে জেসন রয় এবং রাহমানুল্লা গুরবাজকে ধরে রাখাটা যুক্তিহীণ হয়ে যাবে৷
advertisement
8/8
এখনও পর্যন্ত এই ত্রিমুখী ট্রান্সফার উইন্ডো নিয়ে জোরকদমে কথা চালাচালি হলেও কতটা কার্যকর এই ট্রান্সফার হবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Transfer: কুইন্টন কার? নাটক চরমে, প্লেয়ারের বদলি নয়, সরাসরি টাকা দিয়ে কিনতে চায় কেকেআর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল