TRENDING:

KKR Team News: নাইটদের হারে চিন্তা! ‘ঘাবড়াও মত’ এই হারের ম্যাচে কেকেআরের যা লাভ হল

Last Updated:
KKR Team News: কেকেআরের হারের পর দলের ভিতরের যে খবর সামনে এল
advertisement
1/10
নাইটদের হারে চিন্তা! ‘ঘাবড়াও মত’ এই হারের ম্যাচে কেকেআরের যা লাভ হল
KKR vs CSK ম্যাচ কেকেআরে অপ্রতিরোধ্য জয়রথ থামিয়েছে৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইতে শাহরুখের দলের জয়ের হ্যাটট্রিকের পর এ মরশুমের প্রথম হার স্বীকার করতে হয়েছে৷ ৮ এপ্রিল এই খেলা হয়েছিল৷ চিপকের ট্র্যাডিশানাল পিচে কেকেআরের ব্যাটিংয়ের রানের ফুলঝুরি, তুবড়ি সব যেন নিভে গিয়েছিল৷ Photo- AP
advertisement
2/10
আর দ্বিতীয় ইনিংসে শিশিরের বাধা টপকে সিএসকের গুহায় চেন্নাইকে হারানো সব দলেরই বড় চ্যালেঞ্জ৷ আর নাইটরাও সেই বাধা এবারও টপকাতে পারল না৷ Photo- AP
advertisement
3/10
এদিন খেলার প্রথমভাগ দেখে মনে হয়েছিল সুনীল নারিন এবং অঙ্গকৃষ রঘুবংশী যেভাবে শট প্লে করছিল যে চেন্নাইয়ের গুহায় সঠিক আক্রমণ শানাতে পারবে কেকেআর৷ কিন্তু রঘুবংশীর আউটের পরেই ১৮০ ডিগ্রি ঘুরে যায় কেকেআর৷ Photo- AP
advertisement
4/10
নাইট রাইডার্স ব্যাটাররা এরপর সিএসকে বোলারদের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আর যার জেরেই কেকেআরকে এই মরশুমের প্রথম হারের স্বাদ চাখতে হয়েছে৷ কিন্তু এরপরেই কেকেআর ফ্যানরা গেল গেল রব তুলেছে৷ Photo- AP
advertisement
5/10
কেকেআর এই মুহূর্তে এইরকম লো স্লো পিচ একেবারেই খেলার জন্য পছন্দ করবে না৷ কারণে এই মরশুমে তারা যেভাবে ছক সাজিয়েছে তাতে ধামাকা ব্যাটিং পাওয়ারই তাঁদের মূল ইউএসপি৷ Photo- AP
advertisement
6/10
তবে কোন মাঠে কেমন পিচ হবে কোনও দলেরই হাতে নয়৷ ফলে এই ধরণের স্লাগিশ পিচে কেকেআর কীভাবে নিজের ব্যাটিং সামলাবে তার জন্য ব্লু প্রিন্ট তৈরি করতে হবে৷ তবে এবার একটা ম্যাচে হারের জন্য তাদের আগের ভাল কাজগুলি কখনই কেউ ভুলে যাবে না৷ Photo- AP
advertisement
7/10
সিএসকের হোম গ্রাউন্ড সবসময়েই তাদের জোরের জায়গাকে শক্ত করার মতো পারফরম্যান্স দেয়৷ তাই চেন্নাইতে গিয়ে সকলেরই জেতা বড় চ্যালেঞ্জ৷ প্রতিবারই সিএসকে এমন দল বানায় যারা ঘরের মাঠে বিপক্ষ দলকে ভালরকম ব্যবধানে হারাতে পারে৷  তাতে জেতার পাশাপাশি রানরেটও ভাল করে নেয় সিএসকে৷ Photo- AP
advertisement
8/10
কিন্তু  সিএসকের মাঠে হারা দলরা প্লে অফেও যায় চ্যাম্পিয়নও হয় এমনটাই বলছে পরিসংখ্যান৷ তাই কেকেআর এবার এই হার ভুলে দ্রুত পরের ম্যাচের জন্য ভাবনা চিন্তা করুক৷ Photo- AP
advertisement
9/10
৬ উইকেটে কেকেআরের হারের পরেও সিএসকে ম্যাচে কেকেআরের প্রাপ্তির ভাঁড়ার কিন্তু শূন্য নয়৷ কাঁধের চোট সত্ত্বেও সুনীল নারিনের ধামাকা ব্যাটিং, অঙ্গকৃষ রঘুবংশীর সঙ্গে তাঁর জুটি কেকেআরের বড় প্রাপ্তি৷ Photo- AP
advertisement
10/10
পাওয়ার প্লে স্টেজে দুই দলই একইরকম জায়গায় ছিল৷ তবে যেখান থেকে কেকেআর ইনিংস ভেঙে পড়ে ঠিক সেইরকম সুযোগ সিএসকের ষষ্ঠ ওভারেও এসেছিল৷ কিন্তু রমনদীপ সিং ড্যারেল মিচেলকে আউট করার সুযোগ নষ্ট করেন৷ Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Team News: নাইটদের হারে চিন্তা! ‘ঘাবড়াও মত’ এই হারের ম্যাচে কেকেআরের যা লাভ হল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল