TRENDING:

KKR Team News: শাহরুখের থেকে শিখুন! সঞ্জীব গোয়েঙ্কার আচরণে রেগে আগুন, সৌরভের সঙ্গে ঝামেলার সময়েও শাহরুখ যা করেননি!

Last Updated:
KKR Team News: শাহরুখের থেকে শিখুন! সঞ্জীব গোয়েঙ্কার আচরণে রেগে আগুন, সৌরভের সঙ্গে ঝামেলার সময়েও শাহরুখ যা করেননি!
advertisement
1/8
সঞ্জীব গোয়েঙ্কার আচরণে রেগে আগুন, সৌরভের সঙ্গে ঝামেলার সময়েও শাহরুখ যা করেননি
যে কোনও ম্যাচ চলাকালীন আবেগের বিস্ফোরণ সবসময়েই দেখা যায়৷ কেউ কাউকে জড়িয়ে ধরছে, কেউ আবার কাউকে তেড়ে যাচ্ছে৷ কিন্তু আবেগ কতটা সকলের সামনে দেখানো যায় তার একটা সীমা থাকা উচিত৷ আর সেটা যখন পেরিয়ে যায় তা সকলের চোখেই বাজেভাবে ধরা দেয়৷ সম্প্রতি এসআরএইচ বনাম এলএসজি ম্যাচ চলাকালীন কেএল রাহুলকে লখনউ সুপার জায়ন্টসের মালিক যেভাবে সকলের সামনে অপমান করেছেন তা নিয়ে একেবারে নিন্দার ঝড় উঠেছে৷ Photo- File
advertisement
2/8
মালিক তাঁর অধীনে কর্মরতদের পারফরম্যান্স নিয়ে কী আদৌ এভাবে জবাবদিহি চাইতে পারেন উঠছে সেই প্রশ্নও৷ আর সঞ্জীব গোয়েঙ্কা যেখানে প্রবল ট্রোলিংয়ের শিকার হচ্ছেন সেখানেই আরও এক মালিক কীভাবে তাঁর দলের স্টাফ ও ক্রিকেটারদের সুন্দর ব্যবহার করেন তার উদাহরণও উঠে আসছে৷ আর সেরা ভাল ব্যবহার করা মালিকের তালিকায় এখন জ্বলজ্বল করছেন শাহরুখ খান৷ Photo- Collected
advertisement
3/8
গোয়েঙ্কা যেভাবে চিৎকার করে করে কেএল রাহুলের বিরুদ্ধে বিষোদগার করছিলেন তাতে সারা দেশের ক্রিকেট ফ্যানরা কেএল রাহুলকে আবেদন করেছেন যে এত অসম্মান নিয়ে এলএসজিতে খেলার দরকার নেই৷ চুক্তি ভেঙে বেরিয়ে আসুন ভারতের তারকা ব্যাটার৷
advertisement
4/8
এদিকে কেকেআরের শাহরুখ খান মাঠে নিজের ক্রিকেটার সঙ্গে কী রকম ব্যবহার করেন তার তুলনা আসছে৷ Photo- Collected
advertisement
5/8
শাহরুখ খান ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আছেন সেই ২০০৮ থেকে৷ তাঁর দল ২ বার চ্যাম্পিয়ন হয়েছে একেবারে লিগ টেবলের শেষ দিকে থেকে দৌড় শেষ করেছে এমনও হয়েছে একাধিকবার৷ একাধিকবার প্লে অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি কেকেআর৷ তাতেও কী একবারও নিজের মেজাজ প্রকাশ্যে হারিয়েছেন শাহরুখ খান? সকলের সামনে কী করতে নেই তা ভাল করেই জানেন বাদশা৷ Photo- Collected
advertisement
6/8
তিনি কেকেআর ছাড়াও Trinbago Knight Riders-র মালিক সিপিএলে, Los Angeles Knight Riders  মালিক মেজর লিগ ক্রিকেটে৷ একাধিক লিগে একাধিক দলের মালিক হওয়ার চাপও প্রচুর, কিন্তু তাও তিনি প্রতিটা ফ্রাঞ্চাইজি দলের ক্রিকেটাদের সঙ্গেই অত্যন্ত পেশাদার সুন্দর সম্পর্ক শাহরুখ খানের৷ Photo- Collected
advertisement
7/8
সৌরভ গঙ্গোপাধ্যায় যখন কেকেআর অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে ছিলেন তখন নাইট রাইডার্স সেভাবে পারফরম্যান্স দিতে পারত না৷ তখন তাঁর সঙ্গে শাহরুখের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ রাজনীতির শিকার হয়েছিলেন দাদা, কিন্তু সে ঝামেলার কোনও ভিজুয়াল ডিসপ্লে কোনও কেউ দেখেনি৷ Photo- Collected
advertisement
8/8
এদিকে এবারের পঞ্জাব কিংস যখন  কেকেআরের করা ২৬১ রান তাড়া করে দিয়েছিল৷ তখনও কিন্ত শাহরুখ খান কোনও অপ্রিয় কথা বলেননি এবং বোলারদের পাশে দাঁড়িয়েছিলেন৷ বরং ম্যাচ হয়ে যাওয়ার পরের দিন তিনি বোলারদের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন৷ বরুণ চক্রবর্তী জানিয়েছেন শাহরুখ খান সব সময়েই প্লেয়ারদের মোটিভেট করেন৷ Photo- Collected
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Team News: শাহরুখের থেকে শিখুন! সঞ্জীব গোয়েঙ্কার আচরণে রেগে আগুন, সৌরভের সঙ্গে ঝামেলার সময়েও শাহরুখ যা করেননি!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল