KKR Team News: নীতিশ রানাকে নিয়ে তোলপাড়, কোন ‘X’ কারণে খুঁজেই পাওয়া যাচ্ছে না প্রাক্তন কেকেআর অধিনায়ককে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR vs DC: বিশাখাপত্তনমে পৌঁছননি নীতিশ রানা, কেসটা ঠিক কী...
advertisement
1/8

গত মরশুমে কেকেআর অধিনায়ক হিসেবে ভেবেছিল শ্রেয়স আইয়ারকেই। কিন্তু তাঁর চোটের কারণে সে সময়ে তাঁর খেলা হয়নি শুধু গোটা আইপিএল মরশুমেই মাঠে নামতে পারেননি শ্রেয়স আইয়ার। তখন আসা হঠাৎ ধাক্কা সামলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। অভিজ্ঞ এই নাইটের কাঁধে ভর দিয়েই অভিযান চালিয়েছিল শাহরুখ খানের দল।
advertisement
2/8
এবার খেলা অন্য ফিট অ্যান্ড ফাইন শ্রেয়স ফের দলের দায়িত্ব। তারমধ্যে এ মরশুমে কেকেআর ফিরে পেয়েছে তাঁদের পুরনো ‘চার্মারকে’- তিনি গৌতম গম্ভীর৷ যাঁর নেতৃত্বেই দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর৷ আর সেটাই ফের করার লক্ষ্যে এবার মেন্টর হিসেবে কেকেআরে গম্ভীর৷
advertisement
3/8
গম্ভীরের ছোঁওয়া যে দলকে মোটিভেট করেছে সেটা দুটি ম্যাচ দেখে বোঝা গেছে৷ ফর্ম দেখিয়েছেন পুরনো নাইটরা, রাসেল থেকে নারিন সকলেই ঝলক দেখাচ্ছেন৷ ফলে পরপর দুটি ম্যাচ জিতে চাঙ্গা নাইট শিবির৷
advertisement
4/8
কিন্তু হঠাৎ কেন দলে নেই নীতিশ রানা৷ অফিসিয়াল খবর রানার আঙুলে চোট রয়েছে তাই আরসিবি ম্যাচে প্লেয়িং ইলেভেনে ছিলেন না নীতিশ রানা৷
advertisement
5/8
কিন্তু এই সিদ্ধান্ত কত আগে নেওয়া হয়েছিল? কারণ টস করতে যখন শ্রেয়স আইয়ার নেমেছিলেন তখন তিনি নিজেই জানিয়েছিলেন তাঁর হাতে প্লেয়িং ইলেভেনের দুটি কাগজ৷ যা নিয়ে অধিনায়কও ঘেঁটে গিয়েছিলেন৷ তাহলে কী দল নির্বাচনেও অধিনায়কের কোনও ভূমিকা নেই, পুরো খেলাটাই গম্ভীরের কোর্টে!
advertisement
6/8
এরপর থেকেই জোর আলোচনা কেকেআর ফ্যানদের এবং ক্রিকেট ওয়াকিবহাল মহলে৷ ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় আঙুলে চোট পাওয়ার পর আর কোথাও দলের সঙ্গে দেখা যাচ্ছে না নীতিশ রানাকে৷
advertisement
7/8
আরসিবি বনাম কেকেআর ম্যাচে তাঁকে দেখা যায়নি এবার বিশাখাপত্তনমেও যে দল গেছে সেটা আরসিবি ম্যাচে খেলা দল আর সেখানেও তাই নেই নীতিশ রানা৷
advertisement
8/8
তাহলে ওয়াকিবহাল মহলে জোর ধোয়াশা গত মরশুমে যিনি দায়িত্ব নিয়ে কেকেআরকে টানলেন তাঁকে কী এবার জাস্ট না পসন্দ কেকেআর থিঙ্কট্যাঙ্কের নাহলে যিনি দিন কয়েক আগেই নিজের জন্য আইপিএলে ৬০০ রানের লক্ষ্য রেখেছিলেন তিনি কী করে এভাবে অস্তিত্বহীণ হয়ে যান কেকেআরের কাছে৷