TRENDING:

KKR Team News: তারকা ক্রিকেটারের চোট নিয়ে ধোঁয়াশায় অধিনায়ক শ্রেয়স, এবার রাখঢাক সরিয়ে দিলেন গৌতম গম্ভীর

Last Updated:
KKR Team News: শাহরুখ খানের দল এখন টানা চতুর্থ ম্যাচ জেতার লক্ষ্যে
advertisement
1/6
তারকা ক্রিকেটারের চোট নিয়ে ধোঁয়াশায় অধিনায়ক শ্রেয়স, রাখঢাক সরালেন গম্ভীর
KKR Team News: কেকেআর বনাম সিএসকে ম্যাচ সোমবার৷ রাত পোহালেই কেকেআরের সামনে নিজেদের জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ শাহরুখের দলের সামনে৷ অন্যদিকে চেন্নাই সুপার কিংস জয় দিয়ে শুরু করলেও পরপর দুটি ম্যাচ হেরে জয়ের ধারায় ফিরতে চায় ধোনির দল৷ কিন্তু কেকেআর শিবিরে একটা চিন্তা রয়েছে৷ সেটা হল দলের তারকা ক্রিকেটারের চোটের ভয়৷ Photo Courtesy- IPL
advertisement
2/6
নিজেদের সর্বশেষ আইপিএল ২০২৪ ম্যাচে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম দিল্লি ক্যাপিটালসের (ডিসি) ম্যাচে কেকেআর ১০৬ রানে দুর্দান্ত জয় পেয়েছে। দল আনন্দে ভাসলেও তরুণ বোলার হর্ষিত রানার কাঁধের চোট নিয়ে  উদ্বেগ তৈরি হয়েছিল৷ Photo Courtesy- IPL 
advertisement
3/6
হর্ষিত রানার চোটম্যাচে সেদিন জয় পেলেও কেকেআর  ম্যাচ চলাকালীন কিছুটা সময়ের জন্য হর্ষিত রানা ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। পরে, তাঁকে তাঁর কাঁধে একটি বরফের প্যাক নিয়ে দেখা যায়, এটা থেকেই হর্ষিত রানার চোট নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে৷ Photo- File
advertisement
4/6
এর আগেও আবশ্য হর্ষিত রানা এই আইপিএলে বিবাদে জড়িয়েছিলেন৷ সানরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআর-এর ম্যাচ চলাকালীন মায়াঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর  তাঁর  অঙ্গভঙ্গি বিতর্কে পরে৷ এরপরেই আবার রানার চোটের খবর৷ মায়াঙ্কের আউটের পর হর্ষিত রানার সেলিব্রেশনে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য বিসিসিআই জরিমানাও করে৷ Photo- File
advertisement
5/6
শ্রেয়স আইয়ারের মন্তব্যকেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার সেই সময়ে রানার চোট নিয়ে ধোঁয়াশা কাটাননি৷ তিনি চোটের গুরুত্ব নিয়ে অনিশ্চয়তা জানিয়েছিলেন৷ তবে  আশা প্রকাশ করেছিলেন যে আঘাত গুরুতর নয়। তিনিও জানিয়েছিলেন রানাকে তাঁর কাঁধে আঁকড়ে ধরে থাকতে দেখেছেন কিন্তু আঘাতের  গুরুত্ব সম্পর্কে নিশ্চিত ছিলেন৷ Photo- File
advertisement
6/6
এদিকে হর্ষিত রানা এই মুহূর্তে চোট সমস্যায় নেই৷ এমনটাই জানা গৌতম গম্ভীরের কেকেআর থিঙ্কট্যাঙ্কের থেকে৷ আর সেই সুখবর নিশ্চিত করেছে হর্ষিত রানা৷ তিনি কেকেআর বনাম সিএসকে ম্যাচে নিজের ফিটনেস জানিয়েছে প্লেয়িং ইলেভেনে বিবেচনার জন্য সবুজ সংকেত দিয়েছেন৷ Photo- File
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Team News: তারকা ক্রিকেটারের চোট নিয়ে ধোঁয়াশায় অধিনায়ক শ্রেয়স, এবার রাখঢাক সরিয়ে দিলেন গৌতম গম্ভীর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল