KKR Team News: নিলামের জন্য তৈরি নাইটরা, তার আগেই সুখবর পেল কেকেআর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Good News For Kolkata Knight Riders KKR Ahead Of IPL 2024 Auction: আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল ২০২৪-এর নিলাম। তাতে অংশ নিতে স্ট্র্য়াটেজি তৈরি কলকাতা নাইটরাইডার্সের। তার আগে সুখবর নাইট শিবিরে।
advertisement
1/5

আইপিএল ২০২৪-এ দল তাঁকে রিটেন করবে রিলিজের খাতায় ফেলে দেবে তা নিয়ে চলেছে জোর জল্পনা। অনেকেই মনে করেছিলেন এবার আর থাকা হল না রিটেন লিস্টে। তবে শেষমেশ তার উপর আস্থা রাখে কলকাতা নাইটরাইডার্স।
advertisement
2/5
কথা হচ্ছে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলর। বয়স ও ফর্মের সমস্যায় কয়েক বছর ধরেই ভুগছে দ্রে রাস। কিন্তু দলের দীর্ঘ দিনের ম্যাচ উইনাররের উপর আরও একবার আস্থা রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
advertisement
3/5
শুধু কেকেআর নয়, আইপিএলের আগে আন্দ্রে রাসেলের উপর ফের একবার আস্থা দেখাল তাঁর জাতীয় দলও। ২ বছর পর ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান বিগ হিটার।
advertisement
4/5
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টি-২০ সিরিজের দল জায়গা পেয়েছেন আন্দ্রে রাসেল। ২০২১ সালের ৬ নভেম্বর শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন রাসেল। প্রায় ২৫ মাস পর জাতীয় দলে ফিরলেন দ্রে রাস।
advertisement
5/5
বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন আন্দ্রে রাসেল। তবে আইপিএলের আগে আন্তর্জাতিক টি-২০ খেলে নিজের সেরা ছন্দে ফরার চেষ্টা করবেন রাসেল। আর সেরা ছন্দে রাসেলকে পাওয়া গেলে তার থেকে বড় সুখবর আর কেকেকআরের কী হতে পারে।