KKR Team News: আইপিএল শুরুর আগেই চরম খারাপ খবর পেতে পারেন শ্রেয়স, বেজায় রেগে গেছে BCCI
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Team News: দিনের পর দিন অবাধ্য ছেলে হলে যা হয়, বোর্ড এবার কড়া মা-বাবা-র ভূমিকায়
advertisement
1/7

: ইশান কিষাণ এবং কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বড় সমস্যার সামনে পড়তে চলেছেন৷ কারণ কোনও ভাবেই বিসিসিআইয়ের নির্দেশ জারি করা সত্ত্বেও তাঁরা কোনওভাবেই রনজি ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন না৷ এবার তাই সূত্রের খবর এবার চরম শাস্তির পথে হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড৷
advertisement
2/7
সেক্ষেত্রে শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণের বার্ষিক চুক্তি আর রিনিউ বা পুনর্নবীকরণ করবে না বিসিসিআই৷ এই মুহূ্র্তে ভারতীয় ক্রিকেটের দুই তরুণ তুর্কি ক্রিকেটার আইপিএলকেই খালি গুরত্ব দিচ্ছিলেন৷ এঁদের সঙ্গে নাম রয়েছে দীপক চাহারেরও৷
advertisement
3/7
বিসিসিআই ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য সতর্কবার্তা জারি করেছে৷ শুক্রবার বোর্ডের একটি রিপোর্ট এক সূত্র মারফত বাইরে আসতে জানা গেছে যে এবার আর নতুন বার্ষিক চুক্তিতে জায়গা পাবেন না শ্রেয়স আইয়ার অর্থাৎ কেকেআর অধিনায়ক এবং মুম্বই ইন্ডিয়ান্সের ইশান কিষাণ৷
advertisement
4/7
অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক মণ্ডলী ইতিমধ্যেই ২০২৪-২৫ মরশুমের জন্য বোর্ডের চুক্তিতে থাকবে যে প্লেয়াররা তাঁদের বেছে নিয়েছে। এবং সূত্রের খবর অনুসারে তাতে শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণের নাম বাইরে রাখা হয়েছে।
advertisement
5/7
ইশান শেষবার ভারতে খেলেছেন ২০২৩ -র নভেম্বর মাসে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি৷ দক্ষিণ আফ্রিকা সফরে উইকেট কিপার পজিশনে না খেলার জন্য মানসিক সমস্যাকে কারণ হিসেবে দেখিয়েছিলেন তিনি৷
advertisement
6/7
এদিকে দলে ফিরতে গেলে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দিয়েই ফিরতে হবে বলেই দিয়েছিলেন রাহুল দ্রাবিড়৷ কিন্তু তারপরেও ঘরোয়া ক্রিকেটে খেলেননি ইশান কিষাণ৷ কিন্তু বরোদাতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে অনুশীলনে তাঁকে দেখা গিয়েছিল৷
advertisement
7/7
এদিকে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনও রনজি ম্যাচ খেলেননি৷ সেক্ষেত্রে তিনি জানিয়েছিলেন তিনি নাকি ফিট নন৷ এদিকে এনসিএ-র পক্ষ থেকে হেড অফ স্পোর্টস অ্যান্ড সায়েন্স নীতিন প্যাটেল জানান শ্রেয়স ফিট আছেন৷ আসলে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের জন্য শ্রেয়স আইয়ারকে ফিট ঘোষণা করা হয়েছিল বলা হয়েছিল দলে নির্বাচিত হওয়ার জন্য তিনি অ্যাভেলেবেল৷