KKR Team News: এই ডিপার্টেমেন্ট ঢেলে সাজাবে, আইপিএল নিলাম কেকেআর টেবল থেকে উড়বে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Team News: গম্ভীর দিচ্ছেন বুদ্ধি, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যেভাবে দল সাজাবে কেকেআর...
advertisement
1/7

KKR Team News: আইপিএল ২০২৪ নিলাম আর গুটিগুটি পায়ে এগিয়ে আসছে৷ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গৌতম গম্ভীরের বুদ্ধিতে ভরসা করে নতুন ভাবে দল সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আগের মরশুমের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের জন্য নিজেদের স্কোয়াড সাজিয়ে নিচ্ছে৷ আর যেটুকু বাকি আছে তার জন্য আইপিএল নিলাম টেবলে উঠবে ঝড়৷
advertisement
2/7
গৌতম গম্ভীরের নেতৃত্বে ২বারের আইপিএল চ্যাম্পিয়ন, কেকেআর ফের একবার ২০২৪ সালে ঘরে ট্রফি তুলতে বদ্ধপরিকর৷ অধিনায়ক গম্ভীর থেকে মেন্টর হওয়ার পর একেবারে ঝকঝকে খোলনলচে করে নিতে চাইছে তারা৷ তাদের একটা বিভাগই এই মুহূর্তে সবচেয়ে বড় গণ্ডগোল রয়েছে ৷ সেই বিভাগটি হল পেস বোলিং অ্যাটাকের৷
advertisement
3/7
কেকেআরের জার্সিতে আগে খেলেছেন, ২০২২ সালে কেকেআরের প্লেয়িং ইলেভেনে নিয়মিত খেলেছেন প্যাট কামিন্স৷ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়কের পেস বোলিংয়ে রয়েছে নানারকমের ভ্যারিয়েশন৷ পাশাপাশি কেকেআরের কোর ডায়নামিক্সের সঙ্গেও তার যোগ রয়েছে। কেকেআরের বোলিং বিভাগে যদি কামিন্স আসেন তাহলে বোলিং মেরুদন্ডের মূল শক্তি হবেন তিনিই। পাশাপাশি তিনি নেতৃত্ব দানের ক্ষমতা দেখিয়েছেন৷ ফলে তাঁকে অধিনায়ক হিসেবে রেখেই ক্যাম্পেন সাজানোর সম্ভবনাও থাকতে পারে৷
advertisement
4/7
পেস ও আগ্রাসন দুইয়ের সংমিশ্রণ জেরাল্ড কোয়েৎজিকে নিয়েও নিলাম টেবলে জোর তোলপাড় হতে পারে৷ কেকেআরের পেস আক্রমণের জন্য তিনি পারফেক্ট চয়েস হতে পারে৷ কারণ নাইটরা কোনও পেসারকে রিটেন করেনি৷ তরুণ তুর্কি দক্ষিণ আফ্রিকার পেসার আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই নিজের ছাপ ছেড়েছেন৷
advertisement
5/7
মিচল স্টার্কের অভিজ্ঞতার ঝুলি একেবারে ভর্তি৷ তাঁর এই অভিজ্ঞতার স্কিলকেও ইউএসপি করতে পারে নাইট শিবির৷ ফলে তাঁর নাম নিলাম টেবলে উঠলে তার জন্যেও দর হাঁকতে পারে কেকেআর থিঙ্কট্যাঙ্ক৷ চাপের মুখে তিনি যেভাবে পারফরম্যান্স দিতে পারেন তাতে তিনিই হয়ে উঠতে পারেন গেম চেঞ্জার৷
advertisement
6/7
ইংলিশ পেসার ডেভিড উইলি একদিনের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ নজর কেড়েছেন৷ কেকেআর একজন অলরাউন্ডারও খুঁজছে৷ আর তাঁর ব্যাটিংয়ের পাওয়ার হিটিং কাজে লাগতে পারে৷ দলের ব্যালান্স বাড়াতে এই প্লেয়ারেও দাঁও লাগাতে পারে টিম কেকেআর৷
advertisement
7/7
আইপিএল ২০২৩ রিলিজ প্লেয়ারদের তালিকায় শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছে কেকেআর৷ কিন্তু তারপরেও এই প্লেয়ার ফের নতুন করে নিলাম টেবল থেকে তাঁকে তুলে নিতে পারে৷ আসলে তাঁকে একটু সস্তায় কিনে চায় কেকেআর৷ তাঁরও ব্যাটিং দলের আকর্ষণের কারণ হতে পারে৷