KKR News: কেকেআর নিচ্ছে ৫ ভারতীয় বোলারকে! পেস ও স্পিন বিভাগে মেগা চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Target This 5 Indian Bowlers In IPL 2025 Mega Auction: ২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। সূত্রের খবর, ৫ ভারতীয় পেসার রয়েছে কেকেআরের র্যাডারে।
advertisement
1/6

২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। সূত্রের খবর, ৫ ভারতীয় পেসার রয়েছে কেকেআরের র‍্যাডারে।
advertisement
2/6
মহম্মদ শামি: নিজের আইপিএল কেরিয়ার কেকেআরের হয়েই শুরু করেছিলেন মহম্মদ শামি। চোট সরিয়ে মাঠে ফিরেই ফের আগুন ঝরাচ্ছেন ভারতীয় তারকা পেসার। গুজরাত দলে বিগত ২ মরশুম খেলেছেন শামি। এবার তাঁকে রিটেন না করায় ফের শামিকে কেকেআরে ফেরানোর চেষ্টা করতে পারে নাইটরা।
advertisement
3/6
অর্শদীপ সিং: বোলিং অ্যাটাককে শক্তিশালী করার ক্ষেত্রে সবসময় অলআউট ঝাঁপায় কেকেআর। এবার একজন টি-২০স্পেশালিস্ট, বিশেষ করে ডেথ ওভার দলকে সার্ভিস দিতে পারে এমন কাওকে খুঁজথে কেকেআর। ফলে ভারতীয় বাঁ হাতি পেসার অর্শদীপ সিংও রয়েছে কেকেআরের র‍্যাডারে।
advertisement
4/6
খালিল আহমেদ: কেকেআর বরাবর পেস বোলিং অ্য়াটককে শক্তিশালী করার দিকে নজর দিয়ে থাকে। ভারতীয় পেসারদের মধ্যে খলিল আহমেদও থাকতে পারে কেকেআরের পছন্দের তালিকায়। আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণও করেছেম খলিল।
advertisement
5/6
নবদীপ সাইনি: আইপিএলের মঞ্চ থেকেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন নবদীপ সাইনি। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। গত মরশুমে রাজস্থানে ছিলেন সাইনি। এবার ভারতীয় পেসার খোঁজার ক্ষেত্রে নবদীপ সাইনিকে টার্গেট করতে পারে কেকেআর।
advertisement
6/6
ওয়াশিংটন সুন্দর: কেকেআরের তালিকায় থাকতে পারে ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নাম। হায়দপরাবাদ তাঁকে রিটেন করেনি। কেকেআরে ভাল অফ স্পিনার দরকার। ব্যাটিং দক্ষতাও যথেষ্ট ভারতীয় তারকার।