TRENDING:

KKR Strategy In IPL 2024 Auction: আইপিএল নিলামে কেকেআরের স্ট্র্যাটেজি তৈরি! কী ভাবছেন গম্ভীর? নাইটদের হাঁড়ির খবর! জেনে নিন বিস্তারিত

Last Updated:
Kolkata Knight Riders KKR Strategy In IPL 2024 Auction: গৌতম গম্ভীর এসেই দল গুছিয়ে নিতে চাইছে। নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে রিলিজ করেছে নাইটরা। তৈরি নিলামের স্ট্র্যাটেজিও।
advertisement
1/6
KKR: নিলামে কেকেআরের স্ট্র্যাটেজি তৈরি! কী ভাবছেন গম্ভীর? নাইটদের হাঁড়ির খবর!
১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। ইতিমধ্যেই সব দল তাদের রিটেন ও রিলিজ তালিকা প্রকাশ করে দিয়েছে। নিলামে দল গুছিয়ে নিতে প্রতিটি দলই তৈরি করছে তাদের স্ট্র্যাটেজি।
advertisement
2/6
পিছিয়ে নেই কেকেআরও। প্রায় এক দশক হতে চলে নাইটদের ঘরে ট্রফি নেই। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কাপ জিতেছিল কেকেআর। ভাগ্য ফেরাতে এবার সেই গম্ভীরকেই মেন্টর করে নিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
advertisement
3/6
গম্ভীর এসেই দল গুছিয়ে নিতে চাইছে। নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে রিলিজ করেছে নাইটরা। সেই তালিকায় রয়েছে শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড উইজা, শার্দুল ঠাকুর, নারায়ণ জগদিশান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস।
advertisement
4/6
ডিসেম্বরে হতে চলা আইপিএল নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ১২টি ক্রিকেটার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে কেকেআরের। তার মধ্যে ৪ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে শাহরুখ খানের দল। পার্সে রয়েছে ৩২.৭ কোটি টাকা।
advertisement
5/6
নিলামে আগে নিজেদের স্ট্র্যাটেজিও অনেকটা ঠিক করে ফেলেছেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। ৪ বিদেশীর মধ্যে একজন ভাল ওপেনার, ২ জন ভাল অলরাউন্ডার ও একজন বিশ্বমানের পেসারকে দলে নিতে চাইছে কেকেআর। এছাড়া ৮ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যেও সব বিভাগের মিশ্রণ রাখতে চাইছে কেকেআর।
advertisement
6/6
এখনও পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে নিলামে কোন কোন প্লেয়ারের জন্য নিলামে দর হাঁকবে নাইটরা। সেই তালিকায় রয়েছে রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, ওয়ানিন্দু হাসরঙ্গা, প্যাট কামিন্স ও হার্ষল প্যাটেল। এছাড়া ট্রেডিংয়ের মাধ্যমে কুইন্টন ডিকক পেতে কেকেআর চেষ্টা করছে বলেও সূত্রের খবর।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Strategy In IPL 2024 Auction: আইপিএল নিলামে কেকেআরের স্ট্র্যাটেজি তৈরি! কী ভাবছেন গম্ভীর? নাইটদের হাঁড়ির খবর! জেনে নিন বিস্তারিত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল