KKR Bowling Strategy: কেকেআর এবার খেলবে অন্য ব্লু প্রিন্টে, ছক বদলাচ্ছে, প্লেয়িং ইলেভেনে বোলিংয়ে কারা খেলবেন, রইল হিসেবনিকেশ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Strategy Change: যে স্ট্র্যাটেজি হতে চলেছে তাতেও যেমন চমক থাকবে, তেমনিই নতুন প্রতিভাবানদের বদলে অভিজ্ঞ এবং তারকা নিয়েই তৈরি হবে কেকেআরের নাইট বাহিনীর বোলিং ব্লু প্রিন্ট৷
advertisement
1/4

KKR Bowling Strategy: এবারের কেকেআরের স্ট্র্যাটেজি ফের চলে এল সামনে৷ এতদিন দল গঠনে কেকেআর বেশিরভাগ সময়েই দেখা গেছে তারা প্লেয়ার তুলে এনে সুযোগ দিয়েছে পরে সেই ক্রিকেটার বিশ্বমঞ্চে গিয়ে ধামাকা দেখিয়েছে, তা সে সূর্যকুমার যাদব হোক কিম্বা শুভমান গিল৷ এমনকি বর্তমানে কেকেআরে থাকলেও জাতীয় দলে খেলা হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীরা যবে ক্রিকেট খেলতে শুরু করেছিল তখন কিন্তু তাঁরাও তারকা হিসেবে পরিচিত ছিল না৷ কিন্তু এবার কেকেআর অলআউট ঝাঁপাল তারকাদের জন্য৷
advertisement
2/4
তবে এবার কেকেআর তুলে নিল ইতিহাসের দামিতম ক্রিকেটারদের নিয়ে৷ এবার যেভাবে ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, আকাশদীপকে ৷ অর্থাৎ সব মিলিয়ে এই পুরো ক্রিকেটাররাই হলেন পেস আক্রমণের জন্য তৈরি৷
advertisement
3/4
এবারের প্লেয়িং ইলেভেনে কেকেআর যে বোলাররা রয়েছেন তাতে পুরনো কেকেআরের স্পিনই ভরসা স্ট্র্যাটিজি বদল হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ এবারের মোটা পার্স দিয়ে যাদের তুলেছে কেকেআর তাদের বেশিরভাগই জোরে বোলিংয়ে সিদ্ধহস্ত৷
advertisement
4/4
ফলে এবার যে স্ট্র্যাটেজি হতে চলেছে তাতেও যেমন চমক থাকবে, তেমনিই নতুন প্রতিভাবানদের বদলে অভিজ্ঞ এবং তারকা নিয়েই তৈরি হবে কেকেআরের নাইট বাহিনীর বোলিং ব্লু প্রিন্ট৷