TRENDING:

KKR Bowling Strategy: কেকেআর এবার খেলবে অন্য ব্লু প্রিন্টে, ছক বদলাচ্ছে, প্লেয়িং ইলেভেনে বোলিংয়ে কারা খেলবেন, রইল হিসেবনিকেশ

Last Updated:
KKR Strategy Change: যে স্ট্র্যাটেজি হতে চলেছে তাতেও যেমন চমক থাকবে, তেমনিই নতুন প্রতিভাবানদের বদলে অভিজ্ঞ এবং তারকা নিয়েই তৈরি হবে কেকেআরের নাইট বাহিনীর বোলিং ব্লু প্রিন্ট৷
advertisement
1/4
KKR এবার খেলবে অন্য ব্লু প্রিন্টে, ছক বদলাচ্ছে, প্লেয়িং ইলেভেনে বোলিংয়ে কারা খেলবেন
KKR Bowling Strategy: এবারের কেকেআরের স্ট্র্যাটেজি ফের চলে এল সামনে৷ এতদিন দল গঠনে কেকেআর বেশিরভাগ সময়েই দেখা গেছে তারা প্লেয়ার তুলে এনে সুযোগ দিয়েছে পরে সেই ক্রিকেটার বিশ্বমঞ্চে গিয়ে ধামাকা দেখিয়েছে, তা সে সূর্যকুমার যাদব হোক কিম্বা শুভমান গিল৷ এমনকি বর্তমানে কেকেআরে থাকলেও জাতীয় দলে খেলা হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীরা যবে ক্রিকেট খেলতে শুরু করেছিল তখন কিন্তু তাঁরাও তারকা হিসেবে পরিচিত ছিল না৷ কিন্তু এবার কেকেআর অলআউট ঝাঁপাল তারকাদের জন্য৷
advertisement
2/4
তবে এবার কেকেআর তুলে নিল ইতিহাসের দামিতম ক্রিকেটারদের নিয়ে৷ এবার যেভাবে ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, আকাশদীপকে ৷ অর্থাৎ সব মিলিয়ে এই পুরো ক্রিকেটাররাই হলেন পেস আক্রমণের জন্য তৈরি৷
advertisement
3/4
এবারের প্লেয়িং ইলেভেনে কেকেআর যে বোলাররা রয়েছেন তাতে পুরনো কেকেআরের স্পিনই ভরসা স্ট্র্যাটিজি বদল হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ এবারের মোটা পার্স দিয়ে যাদের তুলেছে কেকেআর তাদের বেশিরভাগই জোরে বোলিংয়ে সিদ্ধহস্ত৷
advertisement
4/4
ফলে এবার যে স্ট্র্যাটেজি হতে চলেছে তাতেও যেমন চমক থাকবে, তেমনিই নতুন প্রতিভাবানদের বদলে অভিজ্ঞ এবং তারকা নিয়েই তৈরি হবে কেকেআরের নাইট বাহিনীর বোলিং ব্লু প্রিন্ট৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Bowling Strategy: কেকেআর এবার খেলবে অন্য ব্লু প্রিন্টে, ছক বদলাচ্ছে, প্লেয়িং ইলেভেনে বোলিংয়ে কারা খেলবেন, রইল হিসেবনিকেশ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল