TRENDING:

করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও

Last Updated:
Suyash Sharma: সূয়শ শর্মা এখন কেকেআর সমর্থকদের নয়নের মণি। তাঁর লড়াইয়ের কথা শুনলে চোখে জল আসবে।
advertisement
1/5
করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও
কেকেআর-এর নতুন তারকা তিনি। একটা ম্যাচে দুরন্ত পারফর্ম করেই সূয়শ শর্মা এখন লাইমলাইট-এ।
advertisement
2/5
দিল্লি ক্রিকেট দলের কোচ রণধীর সিং পিটিআইকে সুয়েশ শর্মার সংগ্রামের কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্রিকেটে আসা সূয়শের পক্ষে সহজ ছিল না। তিনি দিল্লি ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার সুরেশ বাত্রার কাছ থেকে প্রশিক্ষণ নিতেন এবং তার ক্লাবের হয়ে খেলতেন। কোভিড ১৯-এ সুরেশ বাত্রা প্রয়াত হন।
advertisement
3/5
রণধীর সিং আরও বলেন, "কোচের মৃত্যুর পর সূয়শ ভেঙে পড়েছিল। ও আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে চেয়েছিল। আমি তাকে রান স্টার ক্লাবে খেলার সুযোগ দিয়েছিলাম। কিছু সময়ের জন্য ও খুব বিরক্ত ছিল। সবাই জানে যে দিল্লি ক্রিকেটে এত রাজনীতি। সুয়শ এই সব জানত। কিন্তু কখনো হাল ছাড়েনি।
advertisement
4/5
রণধীর সিং আরও জানান, ক্রিকেটে তাঁর কোনো গডফাদার নেই। সূয়শের বাবা ক্যান্সারে আক্রান্ত। এত সমস্যা সত্ত্বেও ক্রিকেটের প্রতি তাঁর আবেগ কমেনি। মুম্বই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউট ম্যানেজার রাহুল সিংভি সুয়াশকে অনেক সাহায্য করেছিলেন। তাঁর বাবার চিকিৎসার ব্যবস্থাও করা হয়।
advertisement
5/5
লেগ ব্রেক ও গুগলি দুটিই একইরকম অ্যাকশন থেকে করতে পারেন সূয়শ। ফলে ব্যাটারকে বোকা বানাতে পারেন সহজে।
বাংলা খবর/ছবি/খেলা/
করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল