T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে অবসর ভেঙে ফিরবেন তিনি! সিদ্ধান্ত জানিয়ে দিলেন কেকেআর তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2024: কেকেআর দলের তারকা স্পিনার সুনীল নারিন অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে ফিরবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়। নিজের সিদ্ধান্ত জানালেন নারিন।
advertisement
1/7

আইপিএলের মাঝেই আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২৪ নিয়েও চড়ছে পারদ। ২ জুন থেকে ঢাকে কাঠি পড়বে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বযুদ্ধের। ইতিমধ্যেই প্রতিটি দেশই টি-২০ বিশ্বকাপের দলগঠন নিয়ে তোরজোর শুরু করে দিয়েছে।
advertisement
2/7
এবার টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। ফলে ঘরের মাঠে শক্তিশালী দল গড়তে চাইছে ২ বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে দল গঠনের আগে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলের বর্তমান অধিনায়ক রভম্যান পাওয়েলের একটি মন্তব্য ঘিরে চাঞ্চল্য তৈরি হয়।
advertisement
3/7
সম্প্রতি কেকেআর দলের তারকা স্পিনার সুনীল নারিন অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে ফিরবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়। কারণ বর্তমান ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দলের অধিনায়ক রভম্যান পাওয়েল চাইছেন নারিন ফিরুক দলে।
advertisement
4/7
এবার আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল নারিন। শুধু বল হাতে নয়, ব্যাটিংয়েও নিজের কামাল দেখাচ্ছেন কেকেআর তারকা। নারিন ফিরলে ওয়েস্ট ইন্ডিজ দল আরও শক্তিশালী হবে বলে দাবি করেন তিনি। নারিনের সঙ্গে একাধিকবার কথাও বলেছেন পাওয়েল।
advertisement
5/7
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সুনীল নারিন। শেষ দেশের হয়ে খেলেছেন ২০১৯ সালে। রভম্যান পাওয়েল বলেন,"যেই ফর্মে নারিন রয়েছে আমি চাই ও জাতীয় দলে ফিরুক। আমি কথা বলেছি ওর সঙ্গে। আশা করব আমাদের বোর্ড টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে নারিনের সঙ্গে কথা বলবে।"
advertisement
6/7
এক সব জল্পনার মধ্যে এবার মুখ খুললেন সুনীল নারিন। জানালেন,"অনেক বলছেন আমাকে অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য। আমি তাতে আপ্লুত। কিন্তু আমি নিজের সিদ্ধান্তে অনড়। কাউকে হতাশ করতে খারাপ লাগে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দরজা আমি বন্ধ করে দিয়েছি।"
advertisement
7/7
এছাড়া নারিন জানিয়েছেন,"জুন মাসে ক্যারিবিয়ান জার্সিতে যারা খেলতে নামবে, আমি তাদের সমর্থন করব। গত কয়েক মাস ধরে যে সব ক্রিকেটার পরিশ্রম করেছে, জায়গা পাওয়ার জন্য লড়াই করেছে, তাদের উচিত বিশ্বকাপ খেলা এবং সমর্থকদের আনন্দ দেওয়া। সকলকে শুভেচ্ছা।"