রিঙ্কু সিংয়ের বিয়ের তারিখ জানালেন হবু শ্বশুর! হবু বউ কী চায়, জানিয়ে দিলেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rinku Sharma- আইপিএল ও কেকেআর তাঁর জীবনটাই বদলে দিয়েছে। আইপিএলে দুরন্ত পারফর্ম করার পর জাতীয় দলেও সুযোগ পান তিনি।
advertisement
1/6

বাগদান সেরে ফেললেন কেকেআর তারকা রিঙ্কু সিং! তবে তাঁর হবু বউ প্রিয়া সরোজের বাবা সে কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দুই বাড়ির মধ্যে কথাবার্তা হয়েছে। বাগদান এখনও হয়নি।
advertisement
2/6
আলিগড়ের ছেলে রিঙ্কুর এনগেজমেন্ট নিয়ে নানা খবর এখন ইন্টারনেটে ঘুরছে। তবে উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়ার সঙ্গে যে রিঙ্কুর বিয়ে পাকা হওয়ার খবর কিন্তু মিথ্যে নয়।
advertisement
3/6
প্রিয়ার বাবা তুফানি সরোজ জানিয়েছেন, বাগদান এখনও না হলেও দুই বাড়ির মধ্যে বিয়ের কথা অনেক দূর গড়িয়েছে। জানা যাচ্ছে, রিঙ্কু ও প্রিয়ার বিয়েতে কোনও আপত্তি নেই।
advertisement
4/6
প্রিয়ার বাবা আরও জানিয়েছেন, ২২ জানুয়ারি থেকে টি-২০ সিরিজ। তার পরই আমরা বাগদান ও বিয়ের তারিখ নিয়ে কথা বলব। আমি রিঙ্কুদের বাড়ি গিয়েছি। ওদের পরিবারের সকলে চায় বিয়েটা হোক।
advertisement
5/6
ভারত-ইংল্যান্ড সিরিজের পর আইপিএল। তা হলে কি বিয়ের তারিখ ঠিক করতে সমস্যায় পড়তে হবে! তুফানি জানান, প্রিয়াও এখন নিজের কাজে রয়েছে। রিঙ্কু ও প্রিয়া পুরো ব্যাপারটাই আমাদের উপর ছেড়েছে। আমরা দুই পরিবার বসে ঠিক করব সবটাই।
advertisement
6/6
আইপিএল ও কেকেআর তাঁর জীবনটাই বদলে দিয়েছে। আইপিএলে দুরন্ত পারফর্ম করার পর জাতীয় দলেও সুযোগ পান তিনি। ভারতীয় দলের জার্সি গায়েও রিঙ্কু দুরন্ত পারফর্ম করেছেন।