KKR News: কেকেআরে 'ফিরলেন' তারকা বিদেশি! মানেননি কোনও প্রতিকুলতা, লক্ষ্য আইপিএল জয়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: আইপিএল ২০২৪-এর ফাইনালে পৌছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে একতরফা ম্যাচে হারিয়েছে কেকেআর। আগামী রবিবার চেন্নাইতে আইপিএল ফাইনাল।
advertisement
1/6

আইপিএল ২০২৪-এর ফাইনালে পৌছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে একতরফা ম্যাচে হারিয়েছে কেকেআর। আগামী রবিবার চেন্নাইতে আইপিএল ফাইনাল।
advertisement
2/6
আইপিএলের কোয়ালিফায়ারে নামার আগে কেকেআরের বড় চিন্তার কারণ ছিল ওপেনিং। কারণ জাতীয় দলের ডিউটির জন্য নাইট শিবির ছেড়েছেন এই মরশুমে কেকেআরের সফলতম ওপেনার ফিল সল্ট।
advertisement
3/6
সেই সময় আবার মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরে গিয়েছিলেন কেকেআরের আফগানিস্তানের তারকা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ফলে সাময়ীকভাবে মনে হয়েছিল ওপেনিংয়ে নারিনের সঙ্গী কে হবে।
advertisement
4/6
কিন্তু মায়ের অসুস্থতার মধ্যেই কেকেআরের প্রয়োজনে ফের শিবিরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। যদিও কেকেআরের তরফ থেকে তাঁকে কোনও চাপ দেওয়া হয়নি। আর কোয়ালিফায়ার জিতে দল ফাইনালে পৌছানোয় খুশি আফগান তারকা।
advertisement
5/6
সানরাইজার্স ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রহমানউল্লাহ গুরবাজ বলেন, ‘আমার মা এখনও হাসপাতালে আছে। আমি রোজ কথা বলি মায়ের সঙ্গে। ফিল সল্ট চলে যাওয়ার পরে আমার কেকেআর পরিবারেরও আমায় লাগত। তাই আমি আফগানিস্তান থেকে ফিরে আসি। এখানে থাকতে পেরে ভালো লাগছে। আমার মা'ও খুশি।’
advertisement
6/6
প্রসঙ্গত, আইপিএলের কোয়ালিফায়ারে বড় রান না পেলেও ১৪ বলে ২৩ রানের মারকাটারি ইনিংস খেলে দলকে ভাল শুরু দেন রহমানউল্লাহ গুরবাজের। এবার আগামী রবিবার ট্রফি জিতে মাকে উপহার দেওয়াই লক্ষ্য আফগান তারকার।