এবার কেকেআর তারকার ডিভোর্স! ৫ বছরও টিকল না বিয়ে! ঘর ভাঙার মুখে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Manish Pandey divorce- গত বছর জুন মাস থেকেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন ছিল বলে জানা যাচ্ছে। অবশেষে মণীশ পাণ্ডে ও আশ্রিতার সম্পর্ক ভাঙতে চলেছে বলেই খবর।
advertisement
1/6

ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার ডিভোর্স হতে চলেছে বলে জল্পনা। এবার এরই মধ্যে জানা যাচ্ছে, কেকেআরের তারকা ক্রিকেটারেরও নাকি ডিভোর্স হতে পারে!
advertisement
2/6
মণীশ পান্ডে এবং অভিনেত্রী আশ্রিতা শেঠির সম্পর্কেও নাকি চিড় ধরেছে! একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন তাঁরা। ফলে তাঁদের পরিস্থিতিও একেবারে চাহাল ও ধনশ্রীর মতোই।
advertisement
3/6
২০১৯ সালে বিয়ে হয়েছিল মণীশ এবং আশ্রিতার। বিয়ের পর থেকে দু’জনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। তবে আপাতত জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছে এই জুটি। এমনকী পরস্পরের সঙ্গে সমস্ত ছবি ও পোস্ট ডিলিট করেছেন তাঁরা।
advertisement
4/6
গত বছর জুন মাস থেকেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন ছিল বলে জানা যাচ্ছে। অবশেষে মণীশ পাণ্ডে ও আশ্রিতার সম্পর্ক ভাঙতে চলেছে বলেই খবর।
advertisement
5/6
IPL ২০২৫-এর জন্য তাঁকে ৭৫ লাখ টাকার বেস প্রাইজে দলে নেয় KKR। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে IPL-এ সেঞ্চুরি করেছিলেন মণীশ পান্ডে। তবে আপাতত কেরিয়ারের দিক থেকেও সময়টা বেশ খারাপ যাচ্ছে তাঁর।
advertisement
6/6
ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে খেলা ৩৫ বছর বয়সী মণীশ এখনও পর্যন্ত ১৭১টি আইপিএল ম্যাচে মোট ৩,৮৫০ রান করেছেন। স্ট্রাইক রেট ১২১.১১। ভারতের হয়ে ওয়ান ডে ফর্ম্যাটে একটি সেঞ্চুরি-সহ ৫৬৬ রান করেছেন তিনি। টি-২০ ম্যাচে তিনি মোট ৭০৯ রান করেছেন।