KKR vs RCB: লড়াইয়ে রয়েছে ৫ জন! আরসিবির বিরুদ্ধে কেকেআরের ওপেনিংয়ে মেগা চমক! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 KKR vs RCB: ২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামবে নাইটরা। নতুন মরশুমে নতুন করে দল গুছিয়ে নেওয়ার পর কেকেআরের একাধিক বিষয় নিয়ে চলছে জল্পনা।
advertisement
1/6

এর আগে সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স যে কাজ করে দেখিয়েছে সেই চ্যালেঞ্জ আরও একবার কেকেআরের সামনে। এর আগে আইপিএল জিতলেও তা ডিফেন্ড করতে পারেনি নাইটরা। তৃতীয়বারে টাইটেল ধরে রাখতে মরিয়া কেকেআর।
advertisement
2/6
২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামবে নাইটরা। নতুন মরশুমে নতুন করে দল গুছিয়ে নেওয়ার পর কেকেআরের একাধিক বিষয় নিয়ে চলছে জল্পনা।
advertisement
3/6
কেকেআরের যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং। গত মরশুমে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম কারণ হল ওপেনিং জুটির সাফল্য। ফিল সল্ট ও সুনীল নারিন দুরন্ত পারফর্ম করেছিলেন।
advertisement
4/6
গত মরশুমে কেকেআরের হয়ে ওপেনিং করেছিলেন ফিল সল্ট ও সুনীল নারিন। এবার সল্ট কেকেআরের নেই। ফলে নাইটদের ওপেনিং জুটি কেমন হবে তা নিয়ে চলছে জোর চর্চা। তালিকায় রয়েছে মোট পাঁচটি নাম।
advertisement
5/6
কেকেআরের ওপনারের দৌড়ে রয়েছেন সুনীল নারিন, অজিঙ্কে রাহানে, কুইন্টন ডিকক, রহমানউল্লাহ গুরবাজ, লুবনিথ সিসোদিয়া। বিশেষ করে শেষ মুহূর্তে প্রস্তুতি ম্যাচে সিসোদিয়ার ব্যাটিং চমকে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।
advertisement
6/6
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ওপেনিংয়ে সুনীল নারিনের জায়গা পাকা। রিনের সঙ্গী হিসেবে সবথেকে বেশি এগিয়ে মনে করা হচ্ছে ডিকককে। গুরবাজ ও সিসোদিয়াকে বেঞ্চেই থাকতে হতে পারে। তবে রাহানেকে ওপেনে খেলিয়ে চমক দিতে পারে কেকেআর।