KKR News: আইপিএলের আগে বড় ভবিষ্যদ্বাণী! স্বপ্নপূরণের নায়ক পেয়ে গিয়েছে কেকেআর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুম। ২৩ তারিখ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।
advertisement
1/7

২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুম। ২৩ তারিখ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।
advertisement
2/7
২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তারপর থেকে আর সাফল্য আসেনি। তাই এবার দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে মেন্টর করে ফেরানো হয়েছে গৌতম গম্ভীরকে।
advertisement
3/7
ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে কেকেআর প্লেয়াররা। পৌছে গিয়েছেন মেন্টর গৌতম গম্ভীরও। ১৫ মার্চ থেকেই ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শিবির শুরু করবে নাইটরা। এর আগে মুম্বইতে ক্যাম্প করেছিল কেকেআর।
advertisement
4/7
নতুন মরশুম শুরুর আগে অপর এক প্রাক্তন কেকেআর তারকা রবিন উথাপ্পা জানিয়ে দিলেন, এবার কে হতে পারে কেকেআরের স্বপ্নপূরের নায়ক। তবে কোনও প্লেয়ার নয়, উথাপ্পা বাজি ধরেছেন গম্ভীরকে নিয়েই।
advertisement
5/7
গম্ভীরের নেতত্বে কেকেআরে খেলেছেন উথাপ্পা। ২০১৪ সালে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন রবিন। এবার আইপিএলের আগে কেকেআর ও গম্ভীরকে নিয়ে বলতে গিয়ে রবিন উথাপ্পা বলেছেন,"এবার কেকেআর দলে বড় বদল আসতে চলেছে। তার একমাত্র কারণ হতে চলেছে গম্ভীর।"
advertisement
6/7
এছাড়াও উথাপ্পা বলেছেন,"একটা টিমকে সাফল্য় দেওয়ার জন্য যেমন ক্যাপ্টেন দরকার, গম্ভীর ঠিক সেই রকম। আমি জানি, ও প্লেয়ার মধ্যে থেকে সেরাটা বের করে আনতে পারবে। যে কোনও টিমে প্লেয়াররা নিরাপত্তা খোঁজে। গম্ভীর সেটা দিতে জানে। প্লেয়ারদের পাশে থাকতে জানে।"
advertisement
7/7
এছাড়াও উথাপ্পা আরও বলেন,"গম্ভীরকে মেন্টর করে ফিরিয়ে নিয়ে আসা খুব ভাল সিদ্ধান্ত। গম্ভীরের দায়িত্ববোধ ও কিছু করে দেখানোর খিদে নাইটদের পক্ষে খুব ভাল হবে। এবার কেকেআর চ্যাম্পিয়ন হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।"