Sarfaraz Khan in KKR: মরিয়া চেষ্টা কেকেআরের! সরফরাজকে দলে পেতে চান গম্ভীর, অঙ্কটা ঠিক কী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sarfaraz Khan in KKR: ২৬ বছর বয়সী সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৬৬ বলে ৬২ রান করেন
advertisement
1/7

: ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে অর্ধশতরান করেই চমক দিয়েছেন৷ তাঁকে যদি হঠাৎ করে কোনও দল এবারের আইপিএল মরশুমে পেয়ে যান তাহলে তো ‘লাগ-ভেলকি-লাগ, লাগ’ হয়ে যায়৷ আর যে কোনও ফ্রাঞ্চাইজি নয় কেকেআর৷ হ্যাঁ সূত্রের খবর কেকেআর বেশ উঠে পড়ে লেগেছে ভারতীয় দলে সুযোগ পেয়ে কাজে লাগানো এই তরুণ তুর্কিকে দলে আনার জন্য৷ সরফরাজ খান আসন্ন সংস্করণের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিতে প্রস্তুত বলে জানা যাচ্ছে।
advertisement
2/7
আইপিএলে এবার কেকেআরের জার্সিতে সরফরাজ খানকে পাওয়ার জন্য গৌতম গম্ভীর রীতিমতো সচেষ্ট হয়েছেন৷ কারণ আইপিএল নিলামে তিনি বিক্রি না হলেও ভারতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন তাতে ফ্রাঞ্চাইজিরা নড়েচড়ে বসেছে৷
advertisement
3/7
২০১৫ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তে তাঁর আইপিএল অভিষেক হয়েছিল ২০১৯ মরশুমের আগে তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছিল৷ সেই সময়ে পঞ্জাব কিংস (PBKS) তাঁকে পরের মরশুমের জন্য নিয়েছিল৷ 2022 সালের ফেব্রুয়ারিতে, এবং তাঁকে নিলামে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস (DC)। আইপিএল ২০২৪ প্লেয়ারদের নিলামের আগে, ডিসি তাঁকে ২০ লক্ষ টাকার বেস প্রাইস থেকে ছেড়ে দিয়েছিল।
advertisement
4/7
সরফরাজকে সই করার জন্য এখনও তিন দলের হাতে যথেষ্ট নগদ টাকা রয়েছে। আরসিবি এবং কেকেআর কাছে রয়েছে যথাক্রমে ২.৮৫ কোটি এবং ১.৩৫ কোটি কোটি টাকা আর চেন্নাই সুপার কিংসের রয়েছে ১ কোটি টাকা৷
advertisement
5/7
আইপিএল বিভিন্ন মরশুমে RCB, PBKS এবং DC-র হয়ে খেলেছিলেন, তবে আইপিএলে সেভাবে ভাল পারফরম্যান্স দেখা যায়নি কখই। ৮৫.৪৯ স্ট্রাইক রেট এবং ১৩.২৫ গড় সহ, তিনি ২০২৩ -র আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের হয়ে চার ইনিংসে মাত্র ৫৩ রান করেছিলেন। ২২.৫ গড় এবং ১৩০.৫৮ স্ট্রাইক রেট সহ, তিনি তাঁর আইপিএল কেরিয়ারে ৫০ টি ম্যাচে মাত্র ৫৮৫ রান করেছিলেন।
advertisement
6/7
হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলের চোটের কারণে সরফরাজ খান তাঁর প্রথম ভারতীয় ম্যাচে ডাক পেয়েছিলেন। রাজকোটে ভারতের তৃতীয় টেস্ট ম্যাচের আগে অনিল কুম্বলের হাত থেকে তিনি ইন্টারন্যাশানাল ক্যাপ পান৷
advertisement
7/7
তবে নিলাম শেষ হয়ে যাওয়ার পরেও কোনও দল যদি কোনও প্লেয়ারকে পেতে চায় তাহলে দলের কোনও প্লেয়ারকে ইনজুরি আছে দেখাতে হয়৷ এবার বিভিন্ন আইপিএল ফ্রাঞ্চাইজিতেই ইনজুরি থাকেই, দেখা যাক আদৌ কেকেআরের ভাগ্যে তরুণ তুর্কি সরফরাজ আসেন কিনা৷