KKR Team News: এবার আইপিএল জিতবে কেকেআর? তৈরি গম্ভীরের মাস্টার প্ল্যান! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: ২২ মার্চ থেকে শুরু হতে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৪-এর। ২৩ মার্ত কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।
advertisement
1/7

২২ মার্চ থেকে শুরু হতে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৪-এর। ২৩ মার্ত কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।
advertisement
2/7
মরশুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দুবার ও একমাত্র ট্রফি জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছে নাইট টিম ম্যানেজমেন্ট। গম্ভীরও দায়িত্ব নিয়েই সোনালী দিন ফেরাতে 'আদা-জল' খেলে ময়দানে নেমে পড়েছে।
advertisement
3/7
২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে শেষবার ট্রফি জিতেছিল কেকেআর। তারপর থেকে শুধু খরা। এবার কেকেআরকে ট্রফি জেতাতে নানা ধরনের রণনীতি তৈরি করছেন গম্ভীর। একটা মাস্টার প্ল্যানও তৈরি করেছেন গৌতি।
advertisement
4/7
আইপিএলের আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে হয়েছে নাইটদের অনুশীলন শিবির। সূত্রের খবর, ১৫ মার্চ থেকে কলকাতায় সাত দিনের প্রশিক্ষন শিবির করবে কেকেআর। সিএবিকে মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।
advertisement
5/7
এই বিশেষ প্রশিক্ষনের উদ্যোগতা দলের মেন্টর গৌতম গম্ভীর। ইডেনের পিচের সঙ্গে প্লেয়ারদের পরিচয় করানোর জন্যই এই উদ্যোগ গম্ভীরের। কেকেআরের অধিনায়ক যখন গম্ভীর ছিলেন তখন ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য ছিল নাইটরা।
advertisement
6/7
এবার মরশুম শুরুর আগে সেই রণনীতিই ফিরিয়ে আনতে চাইছেন গম্ভীর। মাঠের পিচ ভাল করে বুঝে নিয়ে সেই মত দলের কম্বিনেশন তৈরি, ব্যাটিং-বোলিংয়ের সিদ্ধান্ত নির্ণয় করতে চান কেকেআর মেন্টর।
advertisement
7/7
এছাড়া দলে মেন্টর হিসেবে প্রথম মরশুম হওয়ায় পুরো পরস্থিতি ভাল করে বুঝে নিতে চান গম্ভীর। প্লেয়ারদের সঙ্গে আলাদা করে কথা বলবেন তিনি। সব মিলিয়ে কেকেআরকে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর গম্ভীর।