TRENDING:

IPL Auction : ৩০ কোটি টাকার ক্রিকেটার! আইপিএল নিলামে সব রেকর্ড আজ ভেঙে দেবে কেকেআর! এমন একজন 'টার্গেট', একেবারে ম্যাচ উইনার

Last Updated:
Ipl Auction : আজ দুপুরে আবু ধাবিতে বসছে আইপিএলের মিনি নিলাম। মোট ৭৭ শূন্যপদ পূরণের জন্য ৩৫৯ জন ক্রিকেটারের নাম থাকবে এই নিলামে। সব থেকে বেশি টাকা হাতে আছে কেকেআরের। ফলে আজ তারাই যে সব থেকে বড় চমক দেবে তা বলাই বাহুল্য।
advertisement
1/6
৩০ কোটি টাকার ক্রিকেটার! আইপিএল নিলামে সব রেকর্ড আজ ভেঙে দেবে কেকেআর!
আজ দুপুরে আবু ধাবিতে বসছে আইপিএলের মিনি নিলাম। মোট ৭৭ শূন্যপদ পূরণের জন্য ৩৫৯ জন ক্রিকেটারের নাম থাকবে এই নিলামে। সব থেকে বেশি টাকা হাতে আছে কেকেআরের। ফলে আজ তারাই যে সব থেকে বড় চমক দেবে তা বলাই বাহুল্য।
advertisement
2/6
নিলামের ৩১টি আসন বিদেশি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত। যদিও আইপিএল নিলামের আগেই হয়ে গেল 'মক' নিলাম। আইপিএল সম্প্রচারক স্টার স্পোর্টস-এর এই আয়োজনে সঞ্চালক ছিলেন রবিন উথাপ্পা। আর সেই অনুষ্ঠান ছিল চমকে ভরা।
advertisement
3/6
আইপিএল ২০২৬ মক নিলামের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ৫ ক্রিকেটার হলেন- ১) ক্যামেরন গ্রিন - ৩০.৫০ কোটি টাকা (কেকেআর), ২) লিয়াম লিভিংস্টোন - ১৯ কোটি টাকা (এলএসজি), ৩) মাথিশা পাথিরানা - ১৩ কোটি টাকা (কেকেআর), ৪) রবি বিষ্ণোই - ১১.৫০ কোটি টাকা (আরআর), ৫) রাহুল চাহার - ১০ কোটি টাকা (সিএসকে)।
advertisement
4/6
নিলামের আগে প্রাথমিক রিপোর্ট বলছে, আজ দুপুরে সব থেকে বেশি টানাটানি হবে ক্যামেরন গ্রিনকে নিয়ে। ২৬ বছর বয়সী অজি তারকাকে নিতে ঝাঁপাবে কেকেআর। আর তার জন্য তাঁকে রেকর্ড অঙ্কের টাকাও দিতে পারে নাইটরা।
advertisement
5/6
টপ অর্ডারে গ্রিনের ব্যাটিং ফ্লেক্সিবিলিটি দুর্দান্ত। ২০২৩ সালের নিলামে তিনি দ্বিতীয় সর্বাধিক দামি ক্রিকেটার হন। সেবার মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৫ কোটি টাকায় দলে নিয়েছিল তাঁকে।
advertisement
6/6
গতবার ভেঙ্কটেশ আইয়ারকে নিতে ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। তবে সেই বিনিয়োগ মাঠে মারা যায়। এবারও গ্রিনকে নিতে বিশাল অঙ্কের টাকা খরচ করতে পারে কেকেআর।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL Auction : ৩০ কোটি টাকার ক্রিকেটার! আইপিএল নিলামে সব রেকর্ড আজ ভেঙে দেবে কেকেআর! এমন একজন 'টার্গেট', একেবারে ম্যাচ উইনার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল