কেকেআর পরেরবার ধরে রাখবে 'এই' চার ক্রিকেটারকে! রয়েছে বড় নাম, থাকবে চমক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kkr will retain these cricketers: ২০২৫ নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন করে দল সাজাতে পারবে। তিন মরসুমের জন্য দল গোছাতে পারবে দলগুলি। নিয়ম যা তাতে, চার জন ক্রিকেটারকে দলে রাখতে পারবে কেকেআর।
advertisement
1/8

আইপিএল ২০২৪-এর চ্যাম্পিয়ন কেকেআর। তবে খেতাব জিতলেও পুরো শক্তির দল ধরে রাখতে পারবে না কেকেআর!
advertisement
2/8
তিন বছর অন্তর আইপিএলের নিলাম আয়োজন করা হয়। ২০২৫ সালের আইপিএলের আগে আবার হবে নিলাম। ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
advertisement
3/8
নিলামে দেশী ও বিদেশী ক্রিকেটারদের দলে নেওয়া নিয়ে প্রচুর হিসেব-নিকেশ করতে হয়। অনেক সময় কিছু ক্রিকেটারকে পুরো টুর্নামেন্টে পাওয়া যায় না। কারণ দেশের খেলা থাকলে সবাইকে পুরো আইপিএলে পাওয়া যায় না।
advertisement
4/8
২০২৫ নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন করে দল সাজাতে পারবে। তিন মরসুমের জন্য দল গোছাতে পারবে দলগুলি। নিয়ম যা তাতে, চার জন ক্রিকেটারকে দলে রাখতে পারবে কেকেআর। তবে জানা যাচ্ছে নিয়ম বদলে চারের বদলে পাঁচ বা ছ’জন ক্রিকেটারকে পরেরবার ধরে রাখার সুযোগ পেতে পারে দলগুলি।
advertisement
5/8
এবার প্রশ্ন হল, কাদের ধরে রাখবে কেকেআর? কোন চারজনের উপর সব থেকে বেশি ভরসা রাখে কলকাতা!
advertisement
6/8
এই তালিকায় সবার উপরে যাঁর নাম তিনি শ্রেয়স আইয়ার। দ্বিতীয় জন সুনীল নারিন।
advertisement
7/8
কেকেআরের তৃতীয় পছন্দ হতে পারে বরুণ চক্রবর্তী। তাঁকেও আরও তিন মরসুমের জন্য দলে রাখতে চায় কেকেআর। খবর এমনই।
advertisement
8/8
বাকি একটি জায়গা নিয়েই আসল লড়াই। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহ, হর্ষিত প্যাটেল ও ফিল সল্টের মধ্যে লড়াই হবে এই জায়গা নিয়ে।