কেকেআর কাদের রিটেন করবে এবার? ৪টে নাম পাকা, বাকি একটা নামে বড় চমক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kkr retain these 4 cricketers- ১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিটেইন করবে কিনা, তা নিশ্চিত নয়। ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে কেকেআর! জানা যাচ্ছে এমনই।
advertisement
1/7

২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। তবে কেকেআর যে পরের আইপিএলে একই দল ধরে রাখবে, তার কোনও গ্যারান্টি নেই। বদলে যেতে পারে কেকেআর।
advertisement
2/7
চলতি বছরের শেষে পরের আইপিএলের মেগা নিলাম। ১০টি ফ্র্যাঞ্চাইজি কোমর বেঁধে নেমে পড়বে নতুন করে দল সাজাতে। আইপিএলের মেগা নিলামে কিছু ক্রিকেটারকে ধরে রাখা যায়, আর কয়েকজন ছেড়ে দিতে হয়। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে দল সাজানোর সুযোগ পায়।
advertisement
3/7
১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিটেইন করবে কিনা, তা নিশ্চিত নয়। ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে কেকেআর! জানা যাচ্ছে এমনই।
advertisement
4/7
একটি পডকাস্ট-এ কেকেআর তারকা হর্ষিত রানাকে প্রশ্ন করা হয়, কোন ৪ জন ক্রিকেটারকে রিটেইন করতে পারে কেকেআর? হর্ষিত বলেন, কেকেআর যে ক্রিকেটারদের রিটেইন করতে পারে তাঁরা হলেন — সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং।
advertisement
5/7
কিন্তু চার নম্বর ক্রিকেটার হিসেবে কাকে রিটেইন করবে কেকেআর, সে বিষয়ে হর্ষিত নিশ্চিত নন। এক্ষেত্রে তিনি কয়েকজন ক্রিকেটারের নাম নিয়েছেন।
advertisement
6/7
চতুর্থ ক্রিকেটার হিসেবে বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানার মধ্যে একজনকে বেছে নিতে পারে কেকেআর, জানালেন হর্ষিত রানা।
advertisement
7/7
অর্থাৎ এবারের নিলাম কঠিন হবে কেকেআরের জন্য। এমনকী দলের ক্যাপ্টেনকেও শাহরুখ খানের দল রিটেইন নাও করতে পারে!