KKR: 'শিক্ষা' হয়েছে কেকেআরের! ছাঁটাই হবে তারকা ক্রিকেটার, নাম জানলে চমকে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
১১ ম্য়াচে তাঁর ব্যাট থেকে মাত্র ১৪২ রানই এসেছে। ফলে বোঝাই যাচ্ছে, কেকেআরের এবার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল, ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকায় দলে নেওয়া!
advertisement
1/6

২৩.৭৫ কোটি টাকা। ভেঙ্কটেশ আইয়ার হয়তো নিজেও নিলামের আগে ভাবেননি, কেকেআর তাঁকে এত টাকায় আইপিএল ২০২৫-এর জন্য দলে নেবে! আক ভেঙ্কটেশ মেনেও নিয়েছিলেন, এত টাকা পাওয়ার জন্য তাঁর উপর চাপ ছিল বটেই।
advertisement
2/6
১১ ম্য়াচে তাঁর ব্যাট থেকে মাত্র ১৪২ রানই এসেছে। ফলে বোঝাই যাচ্ছে, কেকেআরের এবার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল, ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকায় দলে নেওয়া! দলের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, পরেরবার আর তাঁকে রাখার কথা ভাবছে না কেকেআর।
advertisement
3/6
গতবার ঠিক একই পরিস্থিতি হয়েছিল। কেকেআর আগের মরশুমে মিচেল স্টার্ককে নিয়েছিল রেকর্ড টাকায়। তবে স্টার্ক লাগাতার ব্যর্থ হতে থাকেন। ফলে তাঁকে এত টাকা দিয়ে দলে কেন নিয়েছিল কেকেআর, প্রশ্ন ওঠে। যদিও প্লে-অফে স্টার্ক জাত চিনিয়েছিলেন। তবে ভেঙ্কটেশ আইয়ারের সে সুযোগ নেই। কারণ কেকেআরের এবার আর প্লে-অফ খেলা হবে না।
advertisement
4/6
এবার ভেঙ্কটেশের ব্যাটিং গড় ২০.২৮। তিনি বোলিং করেননি। ফলে উইকেট পাওয়ার প্রশ্ন নেই। ফলে কেকেআর হয়তো পরেরবার তাঁকে ছেঁটে ফেলতে দুবার ভাববে না! কারণ এখন এই ক্রিকেটার দলের কাছে বোঝার সমান।
advertisement
5/6
ভেঙ্কটেশ আইয়ারের পাশাপাশি রোভম্যান পাওয়েল, কুইন্টন ডি ককের মতো ক্রিকেটারদেরও কেকেআর পরেরবার ছেড়ে দিতে পারে বলে খবর। তবে আপাতত কেকেআর শেষটা ভাল করতে চাইছে। ফলে নাইটরা চাইছে, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো জিতে অন্তত মনোবল বাড়িয়ে রাখতে।
advertisement
6/6
গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে জিততে পারলে কেকেআরের প্লে-অফ খেলার সম্ভাবনা থাকত। তবে সেই ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে। ফলে কেকেআরের এবারের মতো প্লে-অফ খেলার আশাও শেষ। আর শোনা যাচ্ছে, কেকেআর ম্যানেজমেন্ট এখন থেকেই পরেরবারের দল সাজানোর জন্য ভাবনা-চিন্তা শুরু করেছে।