Cameron Green In KKR: রেকর্ড ব্রেকিং দাম, পার্পল হল গ্রিন, চেন্নাইকে হারিয়ে শেষ হাসি হাসল কেকেআর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Cameron Green In KKR: যেমনটা আশা করা হয়েছিল তেমনটাই হল। আইপিএল ২০২৬-এর মিনি নিলামে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে উঠল টাকার ঝড়। টানটান লড়াইয়ে নিলামের টেবিলে শেষ হাসি হাসল কেকেআর।
advertisement
1/5

যেমনটা আশা করা হয়েছিল তেমনটাই হল। আইপিএল ২০২৬-এর মিনি নিলামে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে উঠল টাকার ঝড়। টানটান লড়াইয়ে নিলামের টেবিলে শেষ হাসি হাসল কেকেআর।
advertisement
2/5
আবুধাবিতে আইপিএলের নিলামের টেবিলে ৫নম্বরে ওঠে ক্যামেরেন গ্রিনের নাম। ২ কোটি টাকা ছিল অজি তারকার বেস প্রাইজ। আর সেই টাকা লড়াইয়ের টেবিলে পৌছে যায় ২৫.২০ কোটিতে।
advertisement
3/5
এদিন নিলামের টেবিলে প্রথম লড়াই হয় রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের। সেই লড়াই কলকাতাকে ১৩.৬০ কোটি পর্যন্ত টেক্কা দেয় রাজস্থান। কিন্তু তারপর লড়াই থেকে সড়ে দাঁড়ায় রাজস্থান।
advertisement
4/5
এরপর কেকেআরের সঙ্গে লড়াই শুরু হয় সিএসকের। নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নামা দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে জোড় লড়াই হয়। আর সেই লড়াই শেষ হয় রেকর্ড ব্রেকিং দামে গিয়ে।
advertisement
5/5
২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিন হলেন আইপিএলের ইতিহাসে সবথেকে দামি বিদেশি ক্রিকেটার। এর আগে ২৪.৭৫ কোটিতে গ্রিনকে কিনেছিল কেকেআর। সেই রেকর্ড নিজেরাই ভাঙল নাইটরা।