KKR News: নতুন মরশুম শুরুর আগেই চমক দিল কেকেআর, সামনে এল নাইটদের নতুন 'রণসজ্জা'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Kolkata Knight Riders Unveiled Their New Jersey Ahead Of IPL 2024: নতুন মরশুমে নতু জার্সিতে দেখা যাবে কেকেআরকে সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সামনে এল নাইটদের নতুন 'রণসজ্জা'।
advertisement
1/10

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ২৩ তারিখ থেকে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ কেকেআরের। (Photo Courtesy- KKR X)
advertisement
2/10
নতুন মরশুমে নতু জার্সিতে দেখা যাবে কেকেআরকে সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সামনে এল নাইটদের নতুন 'রণসজ্জা'। (Photo Courtesy- KKR X)
advertisement
3/10
সোমবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ পেল কেকেআরের নতুন জার্সি। অনুষ্ঠানে নাইট কর্তা, প্লেয়ার থেকে শুরু করে উপস্থিত ছিলেন ফ্যানেরা। (Photo Courtesy- KKR X)
advertisement
4/10
কেকেআরের নতুন জার্সি এককথায় অনবদ্য। জার্সি প্রকাশের অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী উষা উত্থুপ। - (Photo Courtesy- KKR X)
advertisement
5/10
জার্সি প্রকাশের অনুষ্ঠানে বিন্দায় মুডে ধরা দেন কেকেআর প্লেয়াররা। নতুন জার্সি পরে নান পোজে তারা ছবি তোলেন। (Photo Courtesy- KKR X)
advertisement
6/10
অনুষ্ঠানে উপস্থিত ছিলে এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর গৌতম গম্ভীর। তাঁকে পাওয়া যায় খোশ মেজাজে। (Photo Courtesy- KKR X)
advertisement
7/10
প্রসঙ্গত, ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কেকেআরের প্রস্তুতি শিবির। তার আগে মুম্বইতে কেকেআর ক্যাম্পে দেশীয় ক্রিকেটারদের নিয়ে হয়েছিল ক্যাম্প। (Photo Courtesy- KKR X)
advertisement
8/10
ইডেনে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে একে-একে যোগ দেন দেশি-বিদেশী ক্রিকেটাররা। ইতিমধ্যেই নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে কেকেআর। (Photo Courtesy- KKR X)
advertisement
9/10
২০১৪ সালে শেষবার আইপিএল জিতেছিল কেকেআর। সেবার অধিনায়ক ছিলেন গম্ভীর। ২০১২ সালেও নাইটদের ট্রফি দিয়েছেন তিনি। এবার তার মেন্টরশিপে ফের কেকেআরের ঘরের ট্রফি আসে কিনা সেটাই দেখার। (Photo Courtesy- KKR X)
advertisement
10/10
নতুন মরশুম শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি দেখে খুশি ফ্যানেরা। এবার প্রিয় তারকাদের মাঠে জ্বলে ওঠা দেখার অপেক্ষা। (Photo Courtesy- KKR X)