KKR News: ডেথ ওভারে ব্যাটারদের যম! টি-২০ স্পেশালিস্ট, 'এই' পেসারকে দলে নেবে কেকেআর!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: টি-২০ ক্রিকেটে এমন পেসার চাইছে কেকেআর যে নতুন বলে সুইং করানোর পাশাপাশি ডেথ ওভারে পুরনো বলেও পারদর্শী হন।
advertisement
1/7

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ১০ দল তাদের দল গঠনের জন্য স্ট্র্যাটেডি তৈরি করার কাজ শুরু করে দিয়েছে।
advertisement
2/7
যে দলগুলির দিকে সকলের নজর থাকে তাদের মধ্যে অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও অধিনায়ককে রিলিজ করেছে নাইটরা।
advertisement
3/7
নিলামে যে বিভাগগুলির দিকে কেকেআরের সবথেকে বেশি নজর রয়েছে তা হল পেস বোলিং অ্যাটাক। টি-২০ ক্রিকেটে এমন পেসার চাইছে কেকেআর যে নতুন বলে সুইং করানোর পাশাপাশি ডেথ ওভারে পুরনো বলেও পারদর্শী হন।
advertisement
4/7
সেই কারণেই কেকেআরের নজরে রয়েছে এবার তরুণ ভারতীয় বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। পঞ্জাব কিংসে ভাল পারফরম্যান্সের পরও প্রীতি জিন্টার দল তাঁকে এবার ছেড়ে দিয়েছে। গত মরশুমেও পঞ্জাবের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।
advertisement
5/7
চলতি বছরে টি-২০ বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের অন্যতম কারিগর অর্শদীপ সিং। ২০২৪ টি-২০ বিশ্বকাপে ১৭টি উইকেট নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন বাঁ হাতি পেসার।
advertisement
6/7
অর্শদীপ নতুন বলে সুইং করে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। একইসঙ্গে ডেথ ওভারে তাঁর কাঁটার মত ইয়র্কার খেলতে হিমসিম খেয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটার। ফলে কেকেআরের পেস অ্যাটাকে আদর্শ হতে পারেন অর্শদীপ সিং।
advertisement
7/7
এবার আইপিএল নিলামে ২ কোটি টাকার বেস প্রাইজে রয়েছেন অর্শদীপ সিং। তার জন্য যে নিলামে একাধিক দল ঝাপাবে। নিলামে উঠবে টাকার ঝড়। কেকেআর শেষ পর্যন্ত অর্শদীপকে নিতে পারে কিনা তার উত্তর মিলবে ২৪ ও ২৫ নভেম্বরের মধ্য়ে।