আইপিএল নিলামের আগেই সুখবর! অধিনায়ক হলেন কেকেআর তারকা, বড় দায়িত্ব নিতে প্রস্তুত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Star Varun Chakaravarthy Selected As Captain Of Tamil Nadu: বছরের পর বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন ভারতীয় দল ও কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এবার তার ফল পেলেন তারকা ক্রিকেটার। বড় প্রাপ্তি হল বরুণের।
advertisement
1/5

বছরের পর বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন ভারতীয় দল ও কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এবার তার ফল পেলেন তারকা ক্রিকেটার। বড় প্রাপ্তি হল বরুণের।
advertisement
2/5
আইপিএল নিলামের আগে ভাগ্য খুলল বরুণ চক্রবর্তীর। ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসবে আইপিএলের মিনি নিলামের আসর। তার আগে খুশির খুবর পেলেন নাইটদের ম্যাচ উইনার বোলার।
advertisement
3/5
এবার আর বল হাতে শুধু দলকে ম্যাচ জেতাবেন না। এবার মেগা টি-২০ প্রতিযোগিতায় দলকে নেতৃত্বে দিতেও দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। অধিনায়ক হলেন তারকা স্পিনার। নতুন দায়িত্ব পালনের জন্য মুখিয়ে রয়েছেন বরুণ।
advertisement
4/5
আইপিএল নিলামের আগে ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বরুণ চক্রবর্তী। সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি ট্রফিতে তামিলনাড়ুর অধিনায়ক করা হয়েছে তাঁকে। এই প্রথমবার অধিনায়কত্ব সামলাবেন কেকেআর তারকা।
advertisement
5/5
তামিলনাড়ু দলে সাই কিশোর, জগদীশনের মতো প্রাক্তন অধিনায়ক থাকার পরেও নির্বাচকেরা ভরসা রেখেছেন বরুণের উপর। বরুণের ডেপুটি করা হয়েছে নারায়ণ জগদীশনকে। টিম ম্যানেজমন্টের আস্থার দাম দিতে তৈরি মিস্ট্রি স্পিনার।