IND vs ENG: কাঁপবে প্রতিপক্ষের ব্যাটাররা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারতীয় দলে অভিষেক ভয়ঙ্কর বোলারের!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের ভারতীয় দল আগেই ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু সেই দলে পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ওডিআইতে অভিষেক হতে পারে ভয়ঙ্কর বোলারের।
advertisement
1/5

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার লড়াই ওডিআই সিরিজের। ৬ তারিখ থেকে শুরু দ্বৈরথ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির শেষ সুযোগ টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের।
advertisement
2/5
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের ভারতীয় দল আগেই ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু সেই দলে পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ওডিআইতে অভিষেক হতে পারে ভয়ঙ্কর বোলারের।
advertisement
3/5
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দুরন্ত পারফর্ম করেছেন বরুণ চক্রবর্তী। সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। প্রথমে কেকেআর তারকা স্পিনারকে ওডিআই দলে রাখা হয়নি। কিন্তু নাগপুরে ভারতীয় দলের অনুশীলনে উপস্থিত বরুণ।
advertisement
4/5
ভারতীয় দলের ট্রেনিংয়ের জার্সি পরে নেটে হাত ঘোরাতে দেখা গিয়েছে বরুণ চক্রবর্তীকে। তবে প্রথম দলে খেলার সুযোগ পাবেন কিনা, সেবিষয়ে এখনও জানা যায়নি। তবে হঠাৎ কেন তাকে অনুশীলনে নেওয়া হল তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।
advertisement
5/5
টি-২০ সিরিজে ইংরেজ ব্যাটারদের যেভাবে নাকানি-চোবানি খাইয়েছেন বরুণ তাতে ওডিআই সিরিজে প্রথম একাদশে সুযোগ পেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। আর ওডিআইতে ভাল খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খুলে যেতে পারে বরুণ চক্রবর্তীর জন্য।