KKR News: কেন রান করে বা উইকেট নিয়ে কোনও সেলিব্রেশন করেন না নারিন? কেকেআর তারকার অজানা কাহিনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: দীর্ঘ বছর ধরে নারিনকে দেখলেও ক্যারিবিয়ান তারকার একটি বিষয় নিয়ে সকলের জানার কৌতুহল রয়েছে। আর তা হল, কেন মাঠে কোনও ধরনের সেলিব্রেশন করেন না নারিন?
advertisement
1/5

কেকেআরের ইতিহাসে সবথেকে বেশি পয়সা ওসুল ক্রিকেটার যদি কেউ হয়, তাপ নাম সুনীল নারিন। ১৪ বছর ধরে কেকেআরকে সার্ভিস দিচ্ছেন ক্যারিবিয়ান তারকা।
advertisement
2/5
কেকেআরের ৩টি আইপিএল জয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সুনীল নারিন। প্রথম দিকে শুধু বোলিং করলেও, পরে ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন কেকেআরের।
advertisement
3/5
দীর্ঘ বছর ধরে নারিনকে দেখলেও ক্যারিবিয়ান তারকার একটি বিষয় নিয়ে সকলের জানার কৌতুহল রয়েছে। আর তা হল, কেন মাঠে কোনও ধরনের সেলিব্রেশন করেন না নারিন?
advertisement
4/5
ব্যাটিংয়ে চার-ছয় মারা থেকে বোলিংয়ে উইকেট নেওয়া সব কিছুতেই নির্লিপ্ত থাকেন সুনীল নারিন। কিন্তু এর পিছনে কী কারণ রয়েছে তা সকলের কাছেই এতদিন অজানা ছিল।
advertisement
5/5
এবার জানা গেল নারিনের নির্লিপ্ত থাকার কারণ। নেপথ্য কারণ নারিনের পিতা। যিনি নাকি ছেলেকে বলেছিলেন যে, তুমি আজ যে ব্যাটারের উইকেট নিয়ে উৎসব করবে, সে যে কাল তোমার বিরুদ্ধে প্রত্যাঘাত করবে না, কী করে জানছো? বাবার কথা শুনেই সেলিব্রেশন করেন না নারিন।