KKR News: সিএসকের বিরুদ্ধে নতুন অস্ত্রে শান দিচ্ছেন কেকেআর তারকা! হয়ে উঠবেন আরও ভয়ঙ্কর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Star trying to improve batting technique in practice ahead of KKR vs CSK Match:আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সিএসকে। তার আগে নতুন অস্ত্রে শান দিচ্ছেন নাইট তারকা।
advertisement
1/7

আইপিএল ২০২৪-এ জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে কেকেআর। শেষ দুই ম্যাচে আরসিবি ও দিল্লিতে দুরমুশ করে জয় পেয়েছে নাইটরা। আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সিএসকে।
advertisement
2/7
কেকেআরের ব্যাটিং লাইনের বিধ্বংসী ফর্ম এবারের আইপিএলের শুরুতে কেকেআরের সাফল্যের অন্যতম কারণ। আর ব্যাটার না হয়েও সেই তালিকায় নাম রয়েছে নাইটদের মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের।
advertisement
3/7
আরসিবির বিরুদ্ধে ২২ বলে ৪৭ ও দিল্লির বিরুদ্ধ ৩৯ বল ৮৫ রানের ইনিংস খেলেন সুনীল নারিন। দিল্লির বিরুদ্ধে করা ৮৫ রান সুনীল নারিনের আইপিএল কেরিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস।
advertisement
4/7
এর আগে গৌতম গম্ভীর অধিনায়ক থাককালীন নারিনকে দিয়ে ওপেন করিয়ে সফল হয়েছিলেন। এবার মেন্টর হিসেবেও সেই স্ট্র্যাটেজিই নিয়েছেন গম্ভীর। দলের তাঁর উপর ভরসা দেখে নিজের ব্যাটিংয়ে দুর্বল জায়গাগুলি মেরামতি করে আরও ভয়ঙ্কর হওয়ার চেষ্টা করছেন নারিন।
advertisement
5/7
কারণ, নারিন শর্ট বলের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বারবার। আইপিএলে ওপেনার হিসেবে ২৭ বার আউট হয়েছেন,যার মধ্যে ১১ বারই ব্যাক লেন্থ ডেলিভারিতে আউট হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। এছাড়াও পাঁচবার শর্ট বলের ক্ষেত্রে নিজের উইকেট হারিয়েছেন।
advertisement
6/7
তাই শট বলে সাবলীলভাবে ব্যাটিং করতে অনুশীলনে বাড়তি ঘাম ঝরাচ্ছেন সুনীল নাপিন। ব্যাডক লেন্থ ও শর্ট বলে বোলিং মেশিন থেকে নেট প্র্যাকটিসে দীর্ঘ সময় ব্যাটিং করছেন। এছাড়া বডি লেন্থ ও অফ স্টাম্পের বাইরের বল, স্পিনারদের ফ্রন্ট ফুটে অ্যাটাকিং শট খেলায় নারিনের যে সমস্যা আছে তাও শুধরে নেওয়ার চেষ্টা করছেন।
advertisement
7/7
সিএসকের ম্যাচের আগে নিজের কমজুরিগুলি নিয়ে লাগাতার কাজ করছেন। এই বলগুলিতে নতুন নতুন শট খেলাও অনুশীলন করছেন। সঙ্গে রয়েছে তাঁর বোলিং। নারিনের ব্যাটে এমন ঝড় যেন চালু থাকে সেই কামনাই করছেন কেকেআর ফ্যানেরা।