KKR News: কেকেআর জার্সিতে বিশ্বরেকর্ড গড়লেন সুনীল নারিন, যা পৃথিবীতে কারও নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: এবার আইপিএলেও ছন্দে রয়েছেন কেকেআরের ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। চলতি আইপিএলে এমন একটি বিশ্বরেকর্ড গড়লেন সুনীল নারিন যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে কারও নেই।
advertisement
1/5

টি-২০ ক্রিকেট মানেই মনে করা হয় ব্যাটসম্যানদের খেলা। কিন্তু এমন কিছু বোলার রয়েছে যারা এই ক্রিকেট ছোট ফরম্যাটেও নিজেদের পারদর্শিতা দেখিয়ে সফল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন সুনীল নারিন।
advertisement
2/5
২০১২ সাল থেকে কেরেআরের হয়ে সার্ভিস দিচ্ছেন সুনীল নারিন। শুধু নিজের রহস্যময় স্পিন বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে নাজেহাল করা নয়, ব্যাট হাতেও খেলেছেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস।
advertisement
3/5
এবার আইপিএলেও ছন্দে রয়েছেন কেকেআরের ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। চলতি আইপিএলে এমন একটি বিশ্বরেকর্ড গড়লেন সুনীল নারিন যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে কারও নেই।
advertisement
4/5
টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার যিনি একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০০ উইকেট শিকার করেছেন। সানরাইজার্সের বিরুদ্ধে এই মাইলস্টোন স্পর্শ করেন নারিন।
advertisement
5/5
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে কামিন্দু মেন্ডিসকে আউট করে সুনীল নারিন টি-টোয়েন্টি লিগ জুড়ে কেকেআরের হয়ে ২০০ উইকেটের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন।