KKR vs RCB: চোখে সর্ষে ফুল দেখবে কোহলিরা! একাধিক নতুন 'অস্ত্র' তৈরি করেছেন বরুণ, জানালেন কেকেআর তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Star Spinner Varun Chakaravarthy Prepare New Deliveries For IPL 2025: গত বছর কেকেআরের তৃতীয় আইপিএল জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন নাইটদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এবারও টাইটেল ডিফেন্ডের লড়াইয়ে বরুণের ঘূর্ণির উপর বড় ভরসা কেকেআরের।
advertisement
1/6

গত বছর কেকেআরের তৃতীয় আইপিএল জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন নাইটদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এবারও টাইটেল ডিফেন্ডের লড়াইয়ে বরুণের ঘূর্ণির উপর বড় ভরসা কেকেআরের। (Photo Courtesy- KKR X)
advertisement
2/6
২২ মার্চ ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৫ অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বড় কথা বলে দিলেন বরুণ চক্রবর্তী।
advertisement
3/6
শেষ দুটি আইপিএলে ভাল পারফরম্যান্সের সৌজন্যে জাতীয় দলে ফিরেছেন বরুণ চক্রবর্তী। সেখানেও দুরন্ত পারফর্ম করে সকলের নজর কেড়েছেন। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার ছিলেন কেকেআরের স্পিনার।
advertisement
4/6
এবার আইপিএলেও আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চান বরুণ। এমনিতেই তাঁর রহস্য স্পিন বুঝতে নাকানিচোবানি খাচ্ছেন ব্যাটাররা। তারউপর আরও ২-৩টি নতুন ডেলিভারি বা অস্ত্র আইপিএলের জন্য তৈরি করেছেন বলে জানিয়েছেন বরুণ চক্রবর্তী।
advertisement
5/6
বরুণ চক্রবর্তী বলেছেন,"ধারাবাহিকতা বজায় রাখাই আসল লক্ষ্য। তারজন্য যথেষ্ট পরিশ্রম করছি। এর শাপাশি বেশ কিছু নতুন ডেলিভারি নিয়েও কাজ করছি। আশা করি কয়েকটা ম্যাচে আপনারা সেটা দেখতেও পাবেন।”
advertisement
6/6
এছাড়া বিজের বেসিক শক্তির উপর জোর দিয়ে যেভাবে আগেও সাফল্য পেয়েছেন তা ধরে রাখতে চান বরুণ চক্রবর্তী। নতুন মেন্টর ও অধিনায়কের অধীনে খেলার জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে কোন কোন নতুন ডেলিভারি তৈরি করেছেন তা জানানি কেকেআর তারকা।