TRENDING:

Rinku Singh Engagement: রিঙ্কু সিং-এর বাগদানে অতিথির তালিকায় কারা? ক্রিকেট-বলিউড-রাজনীতির লোকেদের লম্বা লিস্ট!

Last Updated:
Rinku Singh Engagement: ভারতীয় ক্রিকেট দলের ও কেকেআরের মিডল-অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের রাজকীয় বাগদানের অনুষ্ঠান হবে রবিবার, ৮ জুন।
advertisement
1/6
রিঙ্কু সিং-এর বাগদানে অতিথির তালিকায় কারা? ক্রিকেট-বলিউড-রাজনীতির লোকেদের লম্বা লিস্ট!
ভারতীয় ক্রিকেট দলের ও কেকেআরের মিডল-অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের রাজকীয় বাগদানের অনুষ্ঠান হবে রবিবার, ৮ জুন। এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে লখনউয়ের একটি অভিজাত পাঁচ তারকা হোটেল 'দ্য সেন্ট্রাম'-এ। অনুষ্ঠানে ৩০০ জনেরও বেশি অতিথি উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
পরিবার সূত্রে জানা গেছে, এনগেজমেন্ট অনুষ্ঠানের জন্য উভয় পরিবারই ইতিমধ্যে লখনউয়ে পৌঁছে গিয়েছেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন বহু রাজনৈতিক ও ক্রিকেট জগতের তারকা ব্যক্তিত্ব।
advertisement
3/6
এই বিশেষ অনুষ্ঠানে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ ডিম্পল যাদব, বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন, তরুণ সাংসদ ইকরা হাসান সহ আরও অনেক কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও অনেকেই উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
প্রিয়া সরোজ অনুষ্ঠানের জন্য কলকাতা থেকে একটি বিশেষ ডিজাইনের আটি কিনেছেন। এছাড়া দিল্লির এক জনপ্রিয় ডিজাইনারের তৈরি করা একটি রাজকীয় লেহেঙ্গা পরবেন এই অনুষ্ঠানে। অন্যদিকে, রিঙ্কু সিং তার আংটি কিনেছেন মুম্বই থেকে।
advertisement
5/6
এই অনুষ্ঠানের আগে, রিঙ্কুর পরিবার আলিগড়ের মহুয়া খেদা এলাকায় ৩.৫ কোটি টাকার একটি নতুন বাংলোতে স্থানান্তরিত হয়েছে। বিয়ের পর প্রিয়াও এই বাংলোতেই বসবাস করবেন। কয়েকদিন আগেই তিনি পরিবারের সঙ্গে নতুন বাড়িটি ঘুরে দেখে এসেছেন।
advertisement
6/6
রিঙ্কু ও প্রিয়ার বিয়ে ১৮ নভেম্বর, উত্তরপ্রদেশের বারাণসী শহরের হোটেল তাজে অনুষ্ঠিত হবে। এই রাজকীয় বিবাহ অনুষ্ঠানে দেশের ক্রিকেট, রাজনীতি, বিনোদন ও শিল্প জগতের একাধিক তারকা উপস্থিত থাকতে পারেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Rinku Singh Engagement: রিঙ্কু সিং-এর বাগদানে অতিথির তালিকায় কারা? ক্রিকেট-বলিউড-রাজনীতির লোকেদের লম্বা লিস্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল