KKR News: ৩টি বড় রেকর্ড ডিককের ঝুলিতে, এক ম্যাচেই কেকেআর ফ্যানেদের হিরো প্রোটিয়া তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Kolkata Knight Riders Star Quinton De Kock Create 3 Unique Record: রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলার পর কেকেআর ফ্যানেদের নতুন হিরো হয়ে উঠেছে প্রোটিয়া তারকা কুইন্টন ডিকক। সঙ্গে গড়েছেন ৩টি বড় রেকর্ড।
advertisement
1/5

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন কেকেআরের প্রোটিয়া তারকা কুইন্টন ডিকক। উইকেটের পিছনেও দলকে ভরসা দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
advertisement
2/5
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলার পর কেকেআর ফ্যানেদের নতুন হিরো হয়ে উঠেছে প্রোটিয়া তারকা কুইন্টন ডিকক। ৯৭ রানের ইনিংস অনেকটাই ফিল সল্টকে ভুলতে সাহায্য করেছে নাইট রাইডার্স ফ্যানেদের।
advertisement
3/5
দ্বিতীয় ম্যাচে শুধু ৯৭ রানের ইনিংস খেলাই নয়, ৩টি বড় রেকর্ডও গড়েছে কুইন্টন ডিকক। গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রান করেছেন ডি’কক। এর আগে শিখর ধাওয়ানের ৮৬ রান ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
advertisement
4/5
এছাডডা গুয়াহাটির মাঠে কোনও ব্যাটারের মোট সর্বাধিক রানের ক্ষেত্রেও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ডিকক। এর আগে এই মাঠে ২টি ম্যাচ খেলে ৯৮ কান করেছিলেন জস বাটলার। ডিকক ১ ম্যাচেই ৯৭ করে ফেলেছেন।
advertisement
5/5
আইপিএলে খেলা বিদেশি উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি বার ৯০-এর বেশি রানের ইনিংস খেলে ফেললেন কুইন্টন ডি’কক। এই নিয়ে তিন বার ৯০ রানের বেশি করলেন তিনি। রয়েছে ২টি সেঞ্চুরিও।