KKR News: ৮ বলে ২ থেকে ২২ বলে ৫০! মাসেল পাওয়ার দিয়েই সমালোচকদের জবাব দিলেন রাসেল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Andre Russell: কেকেআরের কাছে বাকি এবারের আইপিএলের প্রতিটি ম্যাচ যেমন ডু অর ডাই। ঠিক তেমনই রাসেলের কাছে দলে জায়গা ধরে রাখার জন্য রাজস্থান ম্যাচ ছিল এবার নাহলে নেভার পরিস্থিতি।
advertisement
1/6

কেকেআরের হয়ে বহু যুদ্ধ জয়ের কারিগর তিনি। কিন্তু এবার আইপিএলে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছিল না আন্দ্রে রাসেলকে। একের পর এক ম্যাচে ব্যর্থতার কারণে উঠেছিল বাদ দেওয়ার দাবি। (Photo Courtesy- AP)
advertisement
2/6
কেকেআরের কাছে বাকি এবারের আইপিএলের প্রতিটি ম্যাচ যেমন ডু অর ডাই। ঠিক তেমনই রাসেলের কাছে দলে জায়গা ধরে রাখার জন্য রাজস্থান ম্যাচ ছিল এবার নাহলে নেভার পরিস্থিতি। (Photo Courtesy- AP)
advertisement
3/6
অবশেষে ক্রিকেট দেবতা সহায় হলেন ক্যারিবিয়ান বিগ হিটারের। রাজস্থানের বিরুদ্ধে দলের দরকারের সময় ফের একবার ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেললেন আন্দ্রে রাসেল। বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। (Photo Courtesy- AP)
advertisement
4/6
তবে রাজস্থানের বিরুদ্ধে প্রথমে শুরুটা খুব একটা ভাল হয়নি রাসেলের। স্পিনারদের একের পর এক বিট করছিলেন রাসেল। ৮ বলে ২ রানে একটা সময় ব্যাট করছিলেন নাইটদে ক্যারিবিয়ান তারকা। (Photo Courtesy- AP)
advertisement
5/6
কিন্তু তারপর থেকে কেকেআরের ইনিংসেক শেষ কয়েক ওভার চলল রাসেল শো। রাসালের মাসেল পাওয়ার দেখল ক্রিকেট প্রেমিরা। ৮ বলে ২ থেকে ২২ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন রাসেল। (Photo Courtesy- AP)
advertisement
6/6
হাফ সেঞ্চুরি করার আন্দ্রে রাসেলের সেলিব্রেশনই বুঝিয়ে দিচ্ছিল তার মধ্যে এখনও ক্রিকেট বাকি আছে। ৬টি ছয়, ৪টি চারে সাজানো তাঁর ইনিংস। রাসেল ফর্মে ফেরায় ও কেকেআরের জয়ে স্বস্তিতে ফ্যানেরাও। (Photo Courtesy- AP)