KKR News: কেকেআরের কেটে গেল সব সংশয়! ইডেনেই 'নাইট সেনাপতি' প্রমাণ করে দিলেন তিনিই যোগ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Kolkata Knight Riders Star Ajinkya Rahane Scored Century At Eden Gardens Before IPL 2025: ইডেন গার্ডেন্সে আইপিএলের আগে সকলের মন জয় করে নিলেন কেকেআরের সম্ভাব্য অধিনায়ক অজিঙ্কে রাহানে। শুধু নিজে শতরান করলেন না দলকেও তুললেন রনজির সেমিফাইনালে।
advertisement
1/5

ইডেন গার্ডেন্সে আইপিএলের আগে সকলের মন জয় করে নিলেন কেকেআরের সম্ভাব্য অধিনায়ক অজিঙ্কে রাহানে। শুধু নিজে শতরান করলেন না দলকেও তুললেন রনজির সেমিফাইনালে।
advertisement
2/5
ইডেনে রনজির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বই ও হরিয়ানা। দ্বিতীয় ইনিংসের ১০৮ রানের অধিনায়কোচিত ইনিংস কেলেন রাহানে। হরিয়ানাকে ১৫২ রানে হারিয়ে সেমিতে গেল মুম্বই।
advertisement
3/5
এবার আইপিএল মেগা নিলামে শেষ মুহূর্তে দেড় কোটি টাকা দিয়ে অজিঙ্কে রাহানেকে কেনে কেকেআর। নিলামে একাধিক প্লেয়ার কিনলেও কে হবে নাইটদের নেতা তা নিয়ে শুরু হয় জল্পনা।
advertisement
4/5
তবে জাতীয় দলের অধিনায়কত্ব করা, রাজ্য দলের নেতৃত্ব দেওয়া ও আইপিএলেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতার সুবাদে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন রাহানের মাথাতেই এবার উঠবে কেকেআরের নেতৃত্বের ক্যাপ।
advertisement
5/5
অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে অজিঙ্কে রাহানে এগিয়ে থাকলেও কেকেআরের তরফ থেকে এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে ইডেনে রাহানের রান পাওয়ায় খুশি কেকেআর ফ্যানেরা।