TRENDING:

KKR News: নিলামের টেবিলেই ঠিক হয়ে গেল কেকেআরের নতুন অধিনায়ক! কে হচ্ছে নাইটদের নতুন সেনাপতি?

Last Updated:
Kolkata Knight Riders Selected New Captain On IPL 2025 Mega Auction: প্রথম দিনের নিলামের পর যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে তা হল, কে হচ্ছে কেকেআরের পরবর্তী অধিনায়ক। শ্রেয়স, রাহুল, পন্থরা হাতছাড়া হওয়ায় কাকে সেনাপতি করবে নাইটরা তা নিয়ে চলছে জোর জল্পনা।
advertisement
1/8
নিলামের টেবিলেই ঠিক হয়ে গেল কেকেআরের নতুন অধিনায়ক!কে হচ্ছে নাইটদের নতুন সেনাপতি?
আইপিএল ২০২৫-এর মেগা নিলামের প্রথম দিনই হয়েছে একাধিক রেকর্ড-ভাঙা গড়ার খেলা। শ্রেয়স আইয়ার আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার রেকর্ড গড়ার মুহূর্তের মধ্যে ভেঙে যায় সেটি। ২৭ কোটি নিয়ে রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ।
advertisement
2/8
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কেমন দল গড়ে সেদিকে নজর ছিল সকলের। তবে খুব একটা বড় প্লেয়ার কেনেনি কেকেআর। হাতছাড়া করেথে শ্রেয়স, রাহুল পন্থদের। তবে ভেঙ্কটেশ আইয়ারকে রেকর্ড দামে কেনে নাইটরা।
advertisement
3/8
নিলাম থেকে প্রথম দিনে মোট ৬ জন ক্রিকেটারকে কিনেছে কেকেআর। ২৩.৭৫ কোটি সর্বোচ্চ দর পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া কেকেআর দলে নিয়ে আনরিখ নকিয়া, কুইন্টন ডিকক, বৈভব অরোরা, আংক্রিশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজকে নিয়েছে নাইটরা।
advertisement
4/8
প্রথম দিনের নিলামের পর যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে তা হল, কে হচ্ছে কেকেআরের পরবর্তী অধিনায়ক। শ্রেয়স, রাহুল, পন্থরা হাতছাড়া হওয়ায় কাকে সেনাপতি করবে নাইটরা তা নিয়ে চলছে জোর জল্পনা।
advertisement
5/8
তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, নিলামের টেবিলেই ঠিক হয়ে গিয়েছে কে হতে চলেছে কেকেআরের পরবর্তী অধিনায়ক। আর যে দাম দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে নাইটরা সেখানেই রয়েছে সব প্রশ্নের উত্তর।
advertisement
6/8
২০২১ সাল থেকে কেকেআরে খেলছেন ভেঙ্কি। তাঁকে এবার রিটেন না করায় চোখের জল ফেলেছিলেন। দলকে বলেছিলেন নিলামে তাঁকে না নিলে খুব কষ্ট পাবেন। তবে তারজন্য যে এত দূর যাবে কেকেআর তা স্বপ্নেও ভাবেননি। তাই অধিনায়কত্বেক দায়িত্ব আসলে নিতে তৈরি বলে জানিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।
advertisement
7/8
নিলামের পর তিনি জানালেন, “আমি সবসময় বিশ্বাস করেছি অধিনায়কত্ব আসলে একটা ট্যাগ, কিন্তু যে নেতা, সে দলের মধ্যে জয়ের আদর্শ পরিবেশ তৈরি করে। যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি খুবই খুশি হব। সবাই মিলে আমাদের লক্ষ্য থাকবে ফের দলকে চ্যাম্পিয়ন করা।”
advertisement
8/8
তবে এখনও কলকাতা নাইটরাইডার্সের তরফ থেকে সরকারিভাবে ভেঙ্কটেশ আইয়ারকে অধিনায়ক ঘোষণা করা হয়নি। তবে ভেঙ্কির মাথাতেই শ্রেয়সের ছেড়ে যাওয়া মুকুট উঠবে বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: নিলামের টেবিলেই ঠিক হয়ে গেল কেকেআরের নতুন অধিনায়ক! কে হচ্ছে নাইটদের নতুন সেনাপতি?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল