IPL 2025 Mega Auction: কেকেআরের ঘর ভাঙবে মুম্বই! ৩ তারকাকে নেবে ছিনিয়ে! মাঠের বাইরে হবে জোর লড়াই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mumbai Indians Target Kolkata Knight Riders Players: শক্তিশালী দল গড়ার জন্য কেকেআর ঘর ভাঙতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। নাইটদের একাধিক তারকা ক্রিকেটারদের নিলামে টার্গেট করতে পারে মুম্বই।
advertisement
1/6

আইপিএল নিলামে যে দলগুলির উপর সকলের নজর রয়েছে তার মধ্যে অন্যতম হল মুম্বই ইন্ডিয়ান্স। বিগত কয়েক বছর একেবারেই ভাল যায়ন ৫ বারের আইপিএল জয়ীদের। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে নিয়ে এসেও লিগ তালিকায় শেষে শেষ করেছিল মুম্বই।
advertisement
2/6
এবার মেগা নিলামের আগে মোট ৫ জনকে রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই তালিকায় নাম রয়েছে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। এবার নিলামের টেবিলে নতুন করে দল গুছিয়ে নিতে তৈরি এমআই।
advertisement
3/6
সূত্রের খবর, শক্তিশালী দল গড়ার জন্য কেকেআর ঘর ভাঙতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। নাইটদের ছেড়ে দেওয়া একাধিক প্লেয়ারকে নিলামের টেবিলে টার্গেট করতে পারে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল। যাদের নিলামের মঞ্চে ফের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর।
advertisement
4/6
মিচেল স্টার্ক: এবার মুম্বই একজন তারকা বিদেশি পেসারকে দলে নিতে পারে। আর সেটা হতে পারে মিচেল স্টার্ক। কেকেআর রিটেন না করায় নিলামের টেবিলে স্টার্কের জন্য দর হাকাতে পারে মুম্বই। স্টার্কের অভিজ্ঞতা, নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা, এছাড়া বুমরাহের উপর চাপ কমাতে স্টার্ক বেস্ট অপশন হতে পারে।
advertisement
5/6
ভেঙ্কটেশ আইয়ার: দলে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের লক্ষ্যে ভেঙ্কটেশ আইয়ারের জন্য ঝপাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের হয়ে ওপনিং থেকে মিডল অর্ডার বিভিন্ন পজিশনে সাফল্যের সঙ্গে ব্যাটিং করেছেন এই বাঁ হাতি তারকা। রয়েছে আইপিএল সেঞ্চুরিও।
advertisement
6/6
ফিল সল্ট: একজন মারকাটারি ওপেনিং ব্যাটার হিসেবে ফিল সল্ট হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের সেরা অপশন। গত মরশুমে কেকেআরের হয়ে ৪০০-র বেশি রান করেও তাকে রিটেন করেনি কেকেআর। সল্টকে নিলে উইকেট কিপার হিসেবেও সমস্যা সমাধান হবে মুম্বইয়ের।