KKR News: কোয়ালিফায়ারে কেকেআর ম্যাচে বৃষ্টি? তাহলে ফাইনালে উঠবে কোন দল! কী বলছে আইপিএলের নিয়ম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: আইপিএল ২০২৪ প্লেঅফের আগে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হল, কেকেআরের প্রথম কোয়ালিফায়ারে যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায় তাহলে ফাইনালে যাবে কোন দল।
advertisement
1/6

আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে লিগ টেবিলের শীর্ষে থাকাও নিশ্চিত হয়ে গিয়েছে কেকেআরের। বর্তমানে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নাইটদের।
advertisement
2/6
আইপিএলের নিয়ম অনুযায়ী লিগ টেবিলের এক ও দুই নম্বর দল ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে। আগামী ২১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার খেলবে শ্রেয়স আইয়ার, সুনীল নারিনরা।
advertisement
3/6
তবে কোয়ালিফায়ারে কেকেআরের প্রতিপক্ষ কোন দল হবে তা এখনও নিশ্চিত নয়। সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের সম্ভাবনা বেশি। দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংসেরও।
advertisement
4/6
তবে প্লেঅফের আগে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হল, কেকেআরের প্রথম কোয়ালিফায়ারে যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায় তাহলে ফাইনালে যাবে কোন দল। কারণ কোয়ালিফায়ারে রিজার্ভ ডে নেই।
advertisement
5/6
আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে যে দল লিগ টেবিলে শীর্ষে থাকবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
advertisement
6/6
ফলে কেকেআর কোয়ালিফায়ার ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফাইনালে পৌছে যাবে নাইটরা। আপাতত অ্যাকুওয়েদার অনুসারে ২১ তারিখ আহমেদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ৪৩ ও সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা।