KKR News: ম্যাচ জেতানো কেকেআর তারকা খেলবেন না! সিএসকের বিরুদ্ধে চিন্তা বাড়ল নাইটদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024, KKR vs CSK: জয়ের হ্য়াটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে সিএসকে ম্যাচের আগে কেকেআরের একজন প্লেয়ারকে নিয়ে চিন্তা বেড়েছে।
advertisement
1/8

জয়ের হ্য়াটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
advertisement
2/8
অপরদিকে,মরশুমের প্রথম দুটি ম্য়াচ জিতলেও শেষ দুটি ম্যাচ হারতে হয়েছে চেন্নাইকে। তবে ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর সিএসকে তা সকলের জানা।
advertisement
3/8
তবে সিএসকে ম্যাচের আগে কেকেআরের একজন প্লেয়ারকে নিয়ে চিন্তা বেড়েছে। কারণ চোটের কারনে তাঁকে সিএসকে ম্যাচে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।
advertisement
4/8
কেকেআরের পেস বোলিং অ্যাটাকে যেখানে ২৫ কোটির মিচেল স্টার্ক এখনও আশানরুপ পারফর্ম করতে পারেননি। সেখানে নজর কেড়েছেন ২০ লক্ষের হর্ষিত রানা।
advertisement
5/8
সানরাইজার্সের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ডান হাতি মিডিয়াম পেসার। আরসিবির বিরুদ্ধেও ২ উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা।
advertisement
6/8
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলে থাকলেও বল করেননি হর্ষিত রানা। তখনও মিডিয়াম পেসারকে দানা বেঁধেছিল সন্দেহ। পরে জানা যায় চোট পেয়েছেন হর্ষিত রানা।
advertisement
7/8
কেকেআরের চেন্নাইয়ে পৌঁছানোর সময় হর্ষিতের এক ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যায় ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছেনল হর্ষিত রানা।
advertisement
8/8
দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতলেও হর্ষিত রানার অভাব বোধ হয়েছে। সিএসকের বিরুদ্ধে হর্ষিত রানা যদি না খেলে কেকেআরে পেস অ্যাটাকের শক্তি কমাবে তা বলাই যায়।