KKR News: সব ম্যাচ না জিতেও প্লেঅফে যাবে কেকেআর! পাল্টে গেল হিসেব? কীভাবে সম্ভব হবে এমনটা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: ৩টি ম্যাচ না জিতেও কলকাতা নাইট রাইডার্স প্লেঅফের টিকিট পেতে পারে। এর আগে একাধিকবার আইপিএলের ইতিহাসে কোনও দল ১৪ পয়েন্ট নিয়েও প্লেঅফে খেলেছে।
advertisement
1/6

দিল্লির বিরুদ্ধে ও রাজস্থানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর প্লেফের দৌড়ে ফের একবার ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। রাস্তা কঠিন হলেও হাল ছাড়তে নারাজ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। (Photo Courtesy- AP)
advertisement
2/6
আইপিএলের প্লেঅফের টিকিট পাকা করতে গেলে মোটামুটিভাবে ১৬ পয়েন্ট দরকার হয় যে কোনও দলের। কেকেআরের ১৬ পয়েন্ট করতে হলে বাকি তিনটি ম্যাচ জিততেই হবে। (Photo Courtesy- AP)
advertisement
3/6
তবে ভাগ্য ভাল থাকলে ৩টি ম্যাচ না জিতেও কলকাতা নাইট রাইডার্স প্লেঅফের টিকিট পেতে পারে। এর আগে একাধিকবার আইপিএলের ইতিহাসে কোনও দল ১৪ পয়েন্ট নিয়েও প্লেঅফে খেলেছে। (Photo Courtesy- AP)
advertisement
4/6
কেকেআর যদি ৩টির মধ্যে ২টি ম্যাচ জেতে তাহলেই ১৪ পয়েন্ট পেরিয়ে যাবে। পঞ্জাব ম্যাচ বষ্টির কারণে ড্র হওয়ায় সেই এক পয়েন্ট কার্যকরী হতে পারে নাইটদের জন্য। ২টি জিতলে কেকেআরের পয়েন্ট হবে ১৫। (Photo Courtesy- AP)
advertisement
5/6
১৫ পয়েন্টেও প্লেঅফে ওঠা সম্ভব। তবে তাকিয়ে থাকতে হবে প্লেঅফের দৌড়ে থাকা অন্যান্য দলগুলির ফলাফলের উপর। একইসঙ্গে নিজেদের নেটরানরেটও বাড়িয়ে রাখতে হবে কেকেআরকে। (Photo Courtesy- AP)
advertisement
6/6
তবে, কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে জানিয়েছেন,"প্রতিটি ম্যাচ আমাদের জিততে হবে ও আমরা একটি করে ম্যাচ ধরে এগোতে চাই।" রাসেল বলেছেন,"আমরা সবকটি ফাইনাল খেলতে নামছি।" কেকেআরের পরবর্তী ম্যাচ ৭ তারিখ, প্রতিপক্ষ সিএসকে। (Photo Courtesy- AP)