KKR News: কে হচ্ছেন কেকেআরের নতুন অধিনায়ক? রেকর্ড দামে আসছেন মহাতারকা! নাম জানলে চমকে যাবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: শ্রেয়স আইয়ারের কেকেআর ছাড়ার জল্পনা তৈরি হতেই কে হবেন নাইটদের পরবর্তী সেনাপতি তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
advertisement
1/6

পরের আইপিএলে কেকেআরের অধিনায়কের ভূমিকায় শ্রেয়স আইয়ারকে দেখা যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আন্দ্রে রাসেলকে রিটেনশন করতে পারে রেরেআর। তা নাকি নাপসন্দ শ্রেয়সের। তাই নিজেকে নিলামে তুলতে পারেন কেকেআরের গতবারের ট্রফি জয় অধিনায়ক।
advertisement
2/6
শ্রেয়স আইয়ারের কেকেআর ছাড়ার জল্পনা তৈরি হতেই কে হবেন নাইটদের পরবর্তী সেনাপতি তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এরই মধ্যে যে নাম শোনা যাচ্ছে তা জানলে চমকে যাবে কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা। এই মহাতারকার নাম কল্পনাও করতে পারবেন না অনেকে।
advertisement
3/6
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, শাহরুখের দলের নয়া নেতা হওয়ার দৌড়ে কে এগিয়ে? শোনা যাচ্ছে, কেকেআরের পছন্দের তালিকার শীর্ষে ঋষভ পন্থ। এমনটাই দাবি করা হয়েছে Cricket Addictor-এর এক প্রতিবেদনে।
advertisement
4/6
কেকেআরের মতই জল্পনা শোনা যাচ্ছে কেকেআরের মতই দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিতে পারে ঋষভ পন্থকে। ফলে তারকা উইকেটকিপার-ব্যাটার যদি নিলামে ওঠে তাহলে তার জন্য ঝাপাবে একাধিক দল। তালিকায় রয়েছে আরসিবি, এলএসজি ও পঞ্জাব ও কেকেআরের নাম।
advertisement
5/6
ফলে ঋষভ পন্থ যদি নিলামে উঠে তাহলে রেকর্ড দামে বিক্রি হতে পারেন। সেই দাম ২০-২৫ কোটি বা তার বেশি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কেকেআর গতবার ২৪ কোটি ৭৫ লাখ দিয়ে মিচেল স্টার্ককে কিনেছিল। ফলে পন্থের পেছনেও ছুটতে পারে নাইটরা।
advertisement
6/6
ঋষভ পন্থকে দলে পাওয়া মানে একসঙ্গে তিনকাজ হওয়া। উইকেট কিপিং, ব্যাটিংয়ে বড় ভরসা সঙ্গে অধিনায়ক। এছাড়া বয়স কম হওয়ায় লম্বা সময়ের জন্য পন্থকে পাওয়া যাবে। শেষ পর্যন্ত কেকেআর কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় আর দিল্লি সত্যিই পন্থকে ছাড়ে কিনা সেটাই দেখার।