KKR vs SRH: কেকেআর ও হায়দরাবাদ দুই দলেই বড় বদল! জয়ে ফিরতে তৈরি নাইটদের মাস্টারস্ট্রোক! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: বৃহস্পতিবার শহরে আইপিএল ২০২৫-এর মেগা ফাইট। মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। জয়ে ফিরতে মরিয়া দুই দল।
advertisement
1/7

বৃহস্পতিবার শহরে আইপিএল ২০২৫-এর মেগা ফাইট। মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। গতবারের ফাইনাল হারের বদলার ম্যাচ হায়দরাবাদের সামনে। অপরদিকে, কেকেআরের ঘুড়ে দাঁড়ানোর লড়াই।
advertisement
2/7
দুই দলেরই এবার আইপিএলের শুরুটা খুব একটা ভাল হয়নি। হায়দরাবাদ প্রথম ম্যাচ জিতলেও পরপর দুটি ম্যাচ হেরে যথেষ্ট চাপে রয়েছে। কেকেআর আরসিবির বিরুদ্ধে হারের রাজস্থান ম্যাচে জয় পেয়েছিল। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ফের লজ্জার হারের মুখ দেখতে হয়েছে।
advertisement
3/7
এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্স মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। বর্তমানে লিগ টেবিলে একেবারে শেষে কেকেআর ও হায়দরাবাদ রয়েছে ৮ নম্বরে। ফলে লিগ টেবিলে জায়গা পোক্ত করতে জয় ছাড়া গতি নেই দুই দলের কাছেই। বৃহস্পতিবার মূলত হায়দরাবাদের ব্যাটিং বনাম কেকেআরের বোলিংয়ের লড়াই হতে চলেছে।
advertisement
4/7
ইডেনে ব্যাটিং সহায়ক উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। তবে নতুন পেসাররা কিছুটা সুইং পেতে পারে। পরের দিকে কার্যকরী হতে পারে স্পিনাররাও। যে দল টস জিতবে তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া সঠিক বলে মনে করা হচ্ছে।
advertisement
5/7
মেগা ম্যাচে দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। দুই দলই প্রথম একাদশে একাধিক পরিবর্তন হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশেষ করে কেকেআরের পেস বোলিং ও ব্যাটিংয়ে পরিবর্তনের গুঞ্জন রয়েছে। স্পিন ও ব্যাটিং শক্তিতেই ভরসা করেই হায়দরাবাদ বধরে ছক কষছে নাইটরা।
advertisement
6/7
এক ঝলকে দেখে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে (অধিনায়ক),আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর জনসন / আনরিখ নকিয়া, হর্ষিত রানা, বরুণ চত্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা, মনীশ পান্ডে।
advertisement
7/7
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত বর্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), জিশান আনসারি, হার্শল প্যাটেল, মহম্মদ শামি। ইমপ্যাক্ট প্লেয়ার- অ্যাডাম জাম্পা।